
স্পোর্টস ডেস্ক : এল ক্লাসিকোতে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় নিজের আচরণের জন্য রিয়াল মাদ্রিদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস জুনিয়র। বুধবার ভিনিসিয়ুস প্রকাশ্যে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন। তবে যার সঙ্গে এই আচরণটা করেছিলেন, রিয়াল মাদ্রিদের সেই কোচ জাবি আলোনসোর নামও নেননি তিনি ক্ষমা চাওয়ার বিবৃতিতে।
গত রবিবার বার্সেলোনার বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ম্যাচে ৭১তম মিনিটে ভিনিসিয়ুসকে বদলি করে মাঠে নামানো হয় রদ্রিগোকে। এর আগেই তিনি দলের জয়সূচক গোলে ভূমিকা রেখেছিলেন। তাই হঠাৎ বদলি হওয়ার পর ক্ষোভ প্রকাশ করে সরাসরি ড্রেসিংরুমে চলে যান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, আজ আমি রিয়াল মাদ্রিদের সব সমর্থকের কাছে ক্ষমা চাইছি এল ক্লাসিকোতে বদলি হওয়ার পর আমার প্রতিক্রিয়ার জন্য। আমি ইতিমধ্যে সতীর্থদের, ক্লাব এবং প্রেসিডেন্টের কাছেও ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছি।
ভিনিসিয়ুস আরও বলেন, আমার আবেগ কখনো কখনো আমাকে নিয়ন্ত্রণ করে ফেলে, কারণ আমি সবসময় জিততে চাই এবং দলকে সাহায্য করতে চাই। আমার প্রতিযোগিতামূলক মনোভাব আসে এই ক্লাবের প্রতি ভালোবাসা থেকে।
অনিমা/৩০ অক্টোবর ২০২৫,/সকাল ১০:৩২






