
বিনোদন ডেস্ক : অরিজিৎ সিং, নাম বললে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। বলিউড মিউজিকে তো একহাতে ছড়ি ঘোড়াচ্ছেনই; এ দেশেও তার জনপ্রিয়তা তুমুল। সম্প্রতি তার বাংলাদেশে আসা নিয়ে কিছু গণমাধ্যম খবর প্রকাশ করেছে। যা নিয়ে ভক্তদের মাঝে ছড়িয়েছে বিভ্রান্তি।
আসলেই কি অরিজিৎ ঢাকায় কনসার্টে আসছেন, জানার চেষ্টা করে দেশের একটি গণমাধ্যম। বিভিন্ন মাধ্যমে জানা যায়, ট্রিপল টাইম কমিউনিকেশনস ও টিকিট টুমরো যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ‘অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা’ নামের কনসার্ট। সম্প্রতি এক ফেসবুক পোস্টে টিকিট টুমরো কনসার্ট আয়োজনের পরিকল্পনার কথা জানালেও ট্রিপল টাইম কমিউনিকেশনস’র এক কর্মকর্তা দেশের একটি গণমাধ্যমকে জানান, সবকিছু এখনও খুবই প্রাথমিক পর্যায়ে। তাই সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন তিনি।

তিনি আরও জানান, ভারতের এই সঙ্গীত তারকার এজেন্টের সঙ্গে আয়োজকদের একাধিকবার যোগাযোগ হয়েছে। তবে এখনই কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। যেহেতু বাংলাদেশে আগামী কিছুদিন রাজনৈতিক ব্যস্ততা রয়েছে, সামনে আছে জাতীয় সংসদ নির্বাচন; তাই তার আগে কনসার্ট আয়োজনের পরিকল্পনা নেই।
তবে, সম্ভাব্য সময় কবে? এমন প্রশ্নে আগামী বছরের শেষভাগ বিবেচনা করা হচ্ছে বলে জানান আয়োজকরা। এরআগে ২০১৬ সালে বাংলাদেশে কনসার্ট করে গেছেন অরিজিৎ। ১৯৮৭ সালে জন্ম নেয়া এই শিল্পী খুব সাদামাটা জীবন-যাপন করেন। অনেকে তার স্কুটি চালিয়ে বেড়ানো বা সাধারণ স্কুলে বাচ্চাকে পড়ানো নিয়ে আলোচনা করেন। তবে, তাকে কোনো সিনেমায় গান করাতে হলে বা কোনো কনসার্টে আনতে হলে গুনতে হয় চড়া মূল্য। সিনেমায় একটি গান করতে তিনি নেন প্রায় ১০ লাখ আর কনসার্টের জন্য নেন দেড় কোটি রুপি।
আয়শা/৩০ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:১৫






