ব্রেকিং নিউজ
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার

বেন অস্টিনের প্রতি শ্রদ্ধা জানালেন অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেটাররা

Ayesha Siddika | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ - ০৬:০২:৫২ পিএম

স্পোর্টস ডেস্ক : অস্টিন মঙ্গলবার (২৮ অক্টোবর) ফার্নট্রি গালির নেটে অনুশীলন করছিলেন। এ সময় হেলমেট পরলেও ঘাড়রক্ষাকারী (নেক গার্ড) না পরেই অনুশীলনে নেমে যান তিনি। অনুশীলনের সময় ‘ওয়েঙ্গার’ নামে পরিচিত এক হাতে ধরে বল ছোড়ার যন্ত্র থেকে নিক্ষিপ্ত বল তার ঘাড়ে লাগে। স্থানীয় সময় বিকেল ৫টার দিকে জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সংকটাপন্ন অবস্থায় বেনকে হাসপাতালে নেয়ার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তিনি মারা যান।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন অস্ট্রেলিয়া ও ভারত দলের নারী ক্রিকেটাররা। সেমিফাইনাল ম্যাচটি তারা খেলতে নেমেছে হাতে কালো আর্মব্যান্ড পরে। বিষয়টি বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় নিশ্চিতও করেছে। বিসিসিআইয়ের এক্সে দেয়া এক স্ট্যাটাসে বলা হয়, ‘নেটে ব্যাট করার সময় দুর্ঘটনার পর মারা যাওয়া ১৭ বছর বয়সী মেলবোর্ন ক্রিকেটার বেন অস্টিনের প্রতি শ্রদ্ধা জানাতে আজ উভয় দলই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামছে।’সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছে অস্টিনের পরিবার। তার বাবা জেস অস্টিন বলেন, ‘পরিবারের সবাই আমাদের প্রিয় বেনকে হারিয়ে সম্পূর্ণভাবে বিধ্বস্ত।

ট্রেসি আর আমার কাছে বেন ছিল এক আদরের সন্তান, ভাই কুপার ও জ্যাকের জন্য গভীর ভালোবাসার, আর আমাদের পরিবার ও বন্ধুদের জীবনের এক উজ্জ্বল আলো। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা বেনকে হারিয়েছি, তবে কিছুটা সান্ত্বনা পাই এই ভেবে যে, সে এমন কিছু করছিল, যা সে বহু গ্রীষ্ম ধরে করে এসেছে, বন্ধুদের সঙ্গে নেটে গিয়ে ক্রিকেট খেলা। ক্রিকেট ছিল তার জীবনের অন্যতম আনন্দ।’

 

 

আয়শা/৩০ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad