
আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তি চুক্তির আওতায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে পাকিস্তানি সেনা পাঠানোর সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
মঙ্গলবার জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেন, ‘বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্ত নেবে। আমি এখনই কোনো আগাম মন্তব্য করতে চাই না।’ তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সংসদ ও সব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আস্থায় নেবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজা যুদ্ধ অবসানের জন্য প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার অধীনে ১০ অক্টোবর থেকে ধাপে ধাপে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। প্রথম ধাপে হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময়, আংশিক ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং গাজার পুনর্গঠনের পাশাপাশি হামাসবিহীন নতুন প্রশাসনিক কাঠামো গঠনের কথা বলা হয়েছে। এরই অংশ হিসেবে অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
তবে এখন পর্যন্ত এ বাহিনীতে কারা অংশ নেবে তা আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়নি। ইতোমধ্যে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া গাজায় শান্তিরক্ষী পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৬৮ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৩০০ জনের বেশি আহত হয়েছেন।
আয়শা/৩০ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:৪৫






