
শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : জেলা শহরের জেলা পরিষদ মার্কেটের সামনে ও নেত্রকোণা পৌরসভার মোড়ে চায়না দুয়ারী জাল বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা আনুমানিক বারোটার দিকে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও গ্রীণ কোয়ালিশনের আয়োজনে এই মানববন্ধন করা হয়েছে।
এসময় বক্তব্য দেন – প্রকৃতি বাঁচাও আন্দোলনের সভাপতি তানভীর জাহান চৌধুরী, সমাজকর্মী মৃনালকান্তি চক্রবর্তী, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ অহিদুর রহমান, সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস, সাংবাদিক আলপনা বেগম, জানমা জেলে সংগঠনের সভাপতি যোগেশ চন্দ্র দাস, সেভ দ্যা এনিম্যালস অব সুসং এর সভাপতি রিফাত আহমেদ রাসেল, শিক্ষার্থী কমা আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন – হাওর, নদী, জলাশয়ের মাছ ও জলজ বাস্তুতন্ত্র সুরক্ষায় চায়না দুয়ারী জাল বন্ধ করতে হবে। চায়না দুয়ারী জালের কারণে মাছের ও মাছের রেনু পোণার ক্ষতিকর বিষয়গুলো তুলে ধরে চায়না দুয়ারী জাল বন্ধের জন্যে প্রশাসনের কাছে জোর দাবী জানান। কৃত্রিম উপায়ে মাছ উৎপাদন, বিক্রি, মজুত, ব্যবহার বন্ধের দাবীতে আজকের এই মানববন্ধন। প্রাকৃতিকভাবে মাছ ও জলজ প্রাণী এবং উদ্ভিদ বেড়ে ওঠার জন্যে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আয়শা/২৮ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৪০
 
 






