ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

মধ্যপ্রাচ্যের সাথে একীভূত হতে চাইলে ইসরাইলকে ফিলিস্তিনিদের জীবনমান উন্নত করতে হবে

Ayesha Siddika | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ - ০৫:১০:৩২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রোববার সন্ধ্যায় সম্প্রচারিত সিবিএসের ৬০ মিনিটস সাক্ষাৎকারে কুশনার বলেন, ‘আমরা এখন ইসরাইলি নেতৃত্বের কাছে সবচেয়ে বড় যে বার্তাটি পৌঁছে দেয়ার চেষ্টা করেছি তা হল, এখন যেহেতু যুদ্ধ শেষ হয়ে গেছে, যদি আপনি ইসরাইলকে বৃহত্তর মধ্যপ্রাচ্যের সাথে একীভূত করতে চান, তাহলে আপনাকে ফিলিস্তিনি জনগণের উন্নতির কথা ভাবতে হবে এবং আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করার উপায় খুঁজে বের করতে হবে।’


‘আমরা ফিলিস্তিনিদের নিজেদেরই এটি নির্ধারণ করার সুযোগ দেব।’ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথ সম্পর্কে এক প্রশ্নের উত্তরে কুশনার বলেন।
গাজায় যুদ্ধবিরতির প্রথম পর্যায় শুরু হওয়ার পর থেকে সিবিএসের সাথে এই আলোচনাটি ছিল কুশনার এবং উইটকফের প্রথম কোনো বড় সাক্ষাৎকার। তাদের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় যা ব্যাপকভাবে গাজায় যুদ্ধের অবসান এবং উপত্যকায় আটক সকল জীবিত জিম্মিকে মুক্তি দেয়।
 
এদিকে, ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকর হওয়ার পর সোমবার পর্যন্ত, হামাস এখনও ২৮ জন নিহত জিম্মির মধ্যে ১৬ জনের মরদেহ ফেরত দেয়নি। এর আগে হামাস জানিয়েছিল, তাদের নিহত জিম্মিদের মৃতদেহগুলো খুঁজে পেতে সময় লাগবে বলে ফেরত পাঠাতে দেরি হতে পারে। এ বিষয়ে কুশনারকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, হ্যা, মরদেহগুলো খুঁজে পেতে দেরি হচ্ছে বলে তারা পাঠাতে পারছে না। এই সাক্ষাৎকারটি ঠিক কখন ধারণ করা হয়েছিল তা স্পষ্ট নয়, তবে এটি রোববারের  ঘটনার কয়েকদিন আগে বলে ধারণা। 
 
সূত্র: দ্য টাইমস অব ইসরাইল

 

 

 

আয়শা/২০ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:০৫

▎সর্বশেষ

ad