
স্পোর্টস ডেস্ক : টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তবে ফিল সল্ট এবং হ্যারি ব্রুকের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৬ রানের বিশাল পুঁজি পায় সফরকারীরা। জবাবে ১৭১ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। তাতে ৬৫ রানের জয় পায় ইংল্যান্ড।
ফিল সল্ট ৫৬ বলে ৮৫ রান এবং অধিনায়ক হ্যারি ব্রুক খেলেন ৩৫ বলে ৭৮ রানের ইনিংস। ব্রুক এবং সল্টের তৃতীয় উইকেটের জুটি দাঁড়ায় ১২৯ রানের। মাঝে জেকব বেথেল ১২ বলে ২৪ এবং টম ব্যান্টন ১২ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। কিউইদের হয়ে ৪৭ রানে ২ উইকেট পেয়েছেন কাইল জেমিসন। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৯ রান আসে ওপেনার টিম সেফার্ট। নিউজিল্যান্ডের সবচেয়ে বড় জুটিটা আসে সেফার্ট ও চ্যাম্পম্যানের ব্যাট থেকে। দুইজন মিলে গড়েন ৬৯ রানের জুটি।
তবে এই জুটি ভাঙার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি কিউইরা। শেষদিকে অধিনায়ক স্যান্টনার ১৫ বলে ৩৬ রানের ইনিংস খেললেও তা নিউজিল্যান্ডের হার ঠেকাতে পারেনি। ১২ বল বাকি থাকতেই ১৭১ রানে অল আউট হয় স্বাগতিকরা। ৬৫ রানের বড় হার নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ ৩২ রানে নেন ৪ উইকেট। দুইটি করে উইকেট পান লুক উড, ব্রাইডন কার্স এবং লিয়াম ডসন। সিরিজের শেষ ম্যাচ আগামী বৃহস্পতিবার (২৩ অক্টোবর)। সেই ম্যাচ নিউজিল্যান্ড জিততে ব্যর্থ হলে সিরিজ জিতে নিবে থ্রি লায়ন্সরা।
আয়শা/২০ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:১২






