ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

‘অশ্লীল’ তকমা দিয়ে নিষিদ্ধ করা হয় মাধুরীর গান

Anima Rakhi | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ - ০২:৩৫:৫২ পিএম

বিনোদন ডেস্ক : সিনেমায় হিন্দি সিনেমার নায়িকা মাধুরী দীক্ষিতের ‘খলনায়ক’ সিনেমার একটি গান দারুণ জনপ্রিয় হলেও ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে নিষিদ্ধ করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ লিখেছে, ১৯৯৩ সালে মুক্তি পাওয়া পায় ওই সিনেমাটি। মাত্র ৪ কোটি রুপিতে নির্মিত ‘খলনায়ক’ ২১ কোটি রুপি আয় করলেও এই সিনেমার একটি গানের কথা মাধুরীর নাচে ঝড় তোলা ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ গান নিয়ে শুরু হয় বিতর্ক ও সমালোচনা।

অলকা ইয়াগনিক ও ইলা অরুণের গাওয়া এই গানটিকে অনেকেই নারীর প্রতি ‘আপত্তিকর’ ও ‘অশোভন’ বলে অভিযোগ তোলেন সে সময়ে। সুভাষ ঘাই পরিচালিত ‘খলনায়ক’ সিনেমায় সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও জ্যাকি শ্রফ অভিনয় করেছিলেন।

‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ গানটি কেবল সমালোচনায়-বিতর্কে আটকে থাকেনি। গড়ায় আদালত পর্যন্ত। সেন্সর বোর্ডের কাছে অভিযোগকারীরা দাবি করেন যে ওই গানটি সিনেমা থেকে কাঁটছাট করতে হবে। আর বিক্রি হওয়া গানের ক্যাসেটগুলো বাজার থেকে প্রত্যাহার করতে হবে।

আদালত শেষ পর্যন্ত রায় দেয় যে যে গানের কথায় কোনো আপত্তিকর বিষয় নেই। তবে তাতেও বিতর্ক থামেনি শিবসেনার প্রধান বাল ঠাকরে প্রকাশ্যে গানের পক্ষে অবস্থান নিয়ে বলেন, ‘এতে আপত্তিকর কিছু নেই, প্রতিবাদ, বিতর্ক বন্ধ করা হোক।’

তবে দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিও নিজেদের সিদ্ধান্তে গানটি সম্প্রচারে নিষেধাজ্ঞা দেয়। ফলে গানটি সে সময় টিভি বা রেডিওতে শোনা যেত না।

২০২৪ সালে কারিনা কাপুর, টাবু ও কৃতি শ্যানন অভিনীত ‘ক্রু’ ছবিতে ‘চোলি কে পিছে ২.০’ নতুন রূপে ফিরে আসে। এই সংস্করণ ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হলেও দর্শকের ব্যাপক ভালোবাসা পায়।

অনিমা/১৫ অক্টোবর ২০২৫,/দুপুর ২:৩৫

▎সর্বশেষ

ad