
ডেস্ক নিউজ : সম্প্রতি ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এসব স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এ তথ্য জানিয়েছে।
বিজিএমইএ জানায়, এখন পর্যন্ত দেশের পোশাক ও বস্ত্র খাতের ২৬৮টি কারখানা লিড সনদ পেয়েছে। এর মধ্যে লিড প্লাটিনাম ১১৪টি, লিড গোল্ড ১৩৫টি, লিড সিলভার ১৫টি ও সার্টিফায়েড ৪টি।
সবুজ কারখানার নতুন সনদ পাওয়া কারখানাগুলো হলো- সাভারের পাকিজা নিট কম্পোজিট লিমিটেড, ঢাকার ফ্যাশন পালস লিমিটেড, ঢাকার গাভা প্রাইভেট লিমিটেড, চট্টগ্রামের ভিজ্যুয়াল নিটওয়্যারস লিমিটেড ও চট্টগ্রামের ট্যালিসম্যান পারফরম্যান্স লিমিটেড।
এর মধ্যে পাকিজা নিট কম্পোজিট, ফ্যাশন পালস ও গাভা প্রাইভেট সমান ৮৭ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সনদ পেয়েছে। আর ভিজ্যুয়াল নিটওয়্যারস ৭৬ ও ট্যালিসম্যান পারফরম্যান্স ৬২ পয়েন্ট পেয়ে গোল্ড সনদ পেয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) ‘লিড’ নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন অ্যানার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে হলে একটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয়।
মূলত ভবন নির্মাণের পর কিংবা পুরোনো ভবন সংস্কার করেও প্রতিষ্ঠানটিতে আবেদন করা যায়। লিড সনদের জন্য ৯টি শর্ত পরিপালনে মোট ১১০ পয়েন্ট রয়েছে। এর মধ্যে ৮০ পয়েন্টের ওপরে হলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ হলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ হলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ পয়েন্ট হলে ‘লিড সার্টিফায়েড’ সনদ পাওয়া যায়।
আয়শা/১৫ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:৩৩