
আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেদন অনুসারে, বুধবার (১৫ অক্টোবর) ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওদিঙ্গা মারা যান। সকালে হাঁটতে বের হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দেবমাথা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওদিঙ্গার স্বাস্থ্য নিয়ে জল্পনা চলছিল। যদিও পরিবারের সদস্যরা এবং রাজনৈতিক মিত্ররা তার গুরুতর অসুস্থতার খবর প্রত্যাখ্যান করে আসছিলেন।
ওদিঙ্গার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা বলেছেন, ‘ওদিঙ্গার মৃত্যু আমাদের দেশজুড়ে প্রতিধ্বনিত এক নীরবতা রেখে গেছে।’ কেনিয়ার অন্যান্য রাজনীতিবিদ এবং বিশ্বনেতারাও ওদিঙ্গার মৃত্যুতে শোক প্রকাশ করছেন।
এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রয়েছেন। তিনি রাইল ওদিঙ্গাকে ‘একজন উচ্চপদস্থ রাষ্ট্রনায়ক এবং ভারতের প্রিয় বন্ধু’ হিসেবে বর্ণনা করেছেন।
জানা গেছে, ওদিঙ্গার সমর্থকরা শোক প্রকাশের জন্য রাস্তায় নেমে আসছেন, বিশেষ করে তার রাজনৈতিক শক্ত ঘাঁটি পশ্চিম কেনিয়া এবং নাইরোবির কিছু অংশে।
সূত্র: বিবিসি
আয়শা/১৫ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:৪০