
স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সব টিকিট পাওয়া যাবে অনলাইনে। বিসিবি আগেই জানিয়েছে খেলা টিকিট পাওয়া যাবে হবে gobcbticket.com.bd ওয়েবসাইটে।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সবচেয়ে কম মূল্যে টিকিট পাওয়া যাবে ইস্টার্ন গ্যালারিতে, যার মূল্য ৩০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা করে। ক্লাব হাউজের টিকিট মিলবে ৮০০ টাকায়।
সর্বোচ্চ মূল্যের টিকিট ইন্টারন্যাশনাল লাউঞ্জের, যার দাম নির্ধারণ করা হয়েছে ৩,৫০০ টাকা। এছাড়াও গ্র্যান্ড স্ট্যান্ড আপার এবং লোয়ারের টিকিটের দাম ২,৫০০ টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারির নর্থ মিডিয়া ব্লকের টিকিট মিলবে ১,৫০০ টাকায়।
আয়শা/১৫ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:৩৩