ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ঈশিতের ব্যবহারে স্তম্ভিত অমিতাভ, কটাক্ষ নেটদুনিয়ায়

Ayesha Siddika | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ - ১১:৪৪:৪৭ পিএম

বিনোদন ডেস্ক : ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-র মঞ্চে কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে খুদে প্রতিযোগীর কথোপকথনের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গুজরাটের গান্ধীনগরের পঞ্চম শ্রেণির ছাত্র ঈশিতের এই ভিডিও ঘিরে তীব্র আলোচনা চলছে ভারতীয় বিনোদন মহলে।

তবে আলোচনার মূল বিষয়, ঈশিতের অতিরিক্ত আত্মবিশ্বাস নাকি ঔদ্ধত্য! খেলার শুরুতেই বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনকে থামিয়ে দেওয়ায় ঈশিতের অভিভাবকত্ব নিয়েও প্রশ্ন তুলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। ভাইরার হওয়া ভিডিওটিতে দেখা যায়, খেলা শুরুর আগে যখন অমিতাভ বচ্চন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঈশিতকে খেলার নিয়মকানুন ব্যাখ্যা করতে শুরু করেন, তখনই তাকে থামিয়ে দিয়ে ঈশিত বলে ওঠে, ‘নিয়ম বলতে হবে না, আমি সব জানি।’

ছোট ছেলের মুখে এমন অপ্রত্যাশিত কথা শুনে রীতিমতো স্তম্ভিত হয়ে যান অমিতাভ। সেই মুহূর্তের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি জানি না এখনকার ছেলেমেয়েরা কীভাবে কথা বলে। আমরা তো ভাবতেই পারি না।’

এই প্রজন্মের ছেলে-মেয়েদের আচরণ দেখে একাধিকবার অবাক হয়েছেন অমিতাভ। জানা যায়, এর আগেও ‘কেবিসি জুনিয়র’-এর মঞ্চে দেরাদুনের অ্যাঞ্জেল নাথানি নামের এক প্রতিযোগীর অতিরিক্ত কথা বলা এবং বিভিন্ন বিষয়ে অনর্গল মতামত প্রকাশ তাকে একইভাবে হতবাক করেছিল।

তবে ঈশিতের এই অতিরিক্ত আত্মবিশ্বাসী বা সমালোচকদের মতে ‘অহংকারী’ আচরণ ভালো চোখে দেখেনি নেটদুনিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মনে করছেন, আত্মবিশ্বাস আর অহঙ্কারের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে, তা ঈশিতকে বুঝতে শেখানো উচিত। তাদের মতে, অমিতাভ বচ্চনের মতো ব্যক্তিত্বের সামনে এমন আচরণ চরম ‘বেয়াদবি’।

 

 

আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/রাত ১১:৩০

▎সর্বশেষ

ad