ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

গাজা গণহত্যায় ইসরাইলের বিচার চায় স্পেন

Ayesha Siddika | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ - ১১:৪০:৪৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি হলেও সন্তুষ্ট নয় তার দেশ। তিনি বলেছেন, গাজায় সংঘটিত ‌‌গণহত্যার জন্য দায়ীদের জবাবদিহি থেকে মুক্তি দিতে পারে না। গণহত্যার জন্য তিনি ইসরাইলের শাস্তি দাবি করেন।

সাংবাদিকরা যখন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সম্ভাব্য আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেন, তখন সানচেজ এ কথা বলেন। ইসরাইল অবশ্য শুরু থেকেই গাজায় গণহত্যার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে আসছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতে মিসরের শারম আল–শেখ থেকে রওনা হওয়ার আগে সাংবাদিকদের বলেন, গাজা পুনর্গঠনের তার পরিকল্পনায় ইসরাইল–ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে কোনো সুস্পষ্ট অবস্থান নেই।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল–সিসি গাজা সম্মেলনে দুই রাষ্ট্র সমাধানের আহ্বান জানালেও ট্রাম্প দাবি করেন, ‘তিনি অন্য পরিকল্পনা নিয়ে কথা বলছিলেন। আমি ভিন্ন কিছু নিয়ে কথা বলছি। আমরা গাজা পুনর্নির্মাণ নিয়ে আলোচনা করছি।’

ট্রাম্প আরও বলেন, ‘অনেকেই এক রাষ্ট্র সমাধান চান, আবার কেউ কেউ দুই রাষ্ট্র সমাধান সমর্থন করেন। এখনই আমি কিছু বলছি না… সময় হলে আমি সিদ্ধান্ত নেব, তবে তা অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই হবে।’ তবে ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনায় দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনা রাখার ইঙ্গিত রয়েছে।

 

 

আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/রাত ১১:৩০

▎সর্বশেষ

ad