
ডেস্ক নিউজ : শ্রীলঙ্কার পররাষ্ট্র, পর্যটন ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বিজিথা হেরাথের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিমসটেক (বঙ্গোপসাগরীয় বহুখাতভিত্তিক প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ) এর মহাসচিব ইন্দ্র মনি পান্ডে। সোমবার (১৩ অক্টোবর) শ্রীলঙ্কান পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিমসটেক অফিস জানায়, সাক্ষাতে মহাসচিব বিমসটেকের উদ্যোগ, অগ্রগতি এবং আঞ্চলিক সহযোগিতার জন্য ভবিষ্যতের অগ্রাধিকার তুলে ধরেন। এছাড়া, বিমসটেক শ্রীলঙ্কার সঙ্গে যৌথ লক্ষ্য অর্জনে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। উল্লেখ্য, বিমসটেকের প্রতিষ্ঠাতা সদস্য এবং বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন এবং স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়নের (এইচআরডি) শীর্ষস্থানীয় দেশ হিসেবে শ্রীলঙ্কা বঙ্গোপসাগর অঞ্চল জুড়ে সম্মিলিত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/রাত ১১:৩০