
স্পোর্টস ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জমি-জমাসংক্রান্ত পূর্বের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাড়কোল সাহাপুকুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে পূর্বের জমি-জমাসংক্রান্ত জের ধরে উত্তেজনা চলছিল সালালপুর এলাকার ডা. মিজানুর রহমানের গ্রুপের সঙ্গে একই এলাকার এমদাদুল গ্রুপের। গত তিন দিন আগে এমদাদুল গ্রুপের তরিকুল, কামরুল, শফিকুলকে মারধর করে ড. মিজানুর রহমানের সমর্থকরা।
এরই জের ধরে মঙ্গলবার দুপুরে পালটা হামলা করে এমদাদুল গ্রুপের সমর্থকরা। এতে অন্তত ১৫ জন গুরুতর আহত হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৮ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। স্থানীয়রা আরও জানান, ঘটনাটি কোনো রাজনৈতিক নয়। তবে উভয়পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। পূর্বের জমি-জমাসংক্রান্ত জের ধরে উভয়পক্ষের মধ্যে এ ঘটনা ঘটতে পারে। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/রাত ১১:০৪