
স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ নবির ব্যাটিং তাণ্ডবে সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তানের চ্যালেঞ্জিং স্কোর। শেষ দুই ওভারে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ২৫ ও ১৯ রান আদায় করে দলকে অনন্য উচ্চতায় পৌঁছে দেন নবি।
৪৯তম ওভারে মেহেদি হাসান মিরাজকে ৩টি ছক্কা হাঁকিয়ে ২৫ রান আদায় করে নেন নবি। শেষ ওভারে পেস বোলার হাসান মাহমুদকে তিন চার আর এক ছক্কায় নবি আদায় করে নেন ১৯ রান। শেষ ১২ বলে নবি ৪টি ছক্কা আর তিনটি চারের সাহায্যে ৩৮ রান আদায় করে নেন।
তিনি ৩৭ বলে ৪টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৬২ রানের টর্নেডো ইনিংস খেলে দলকে পৌঁছে দেন ২৯৩/৯ রানের চূড়ায়। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন ওপেনার ইবরাহিম জাদরান। ৪২ রান করেন আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।
কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/রাত ১১:০০