
আন্তর্জাতিক ডেস্ক : মিশরের শারম আল–শেখে সোমবার অনুষ্ঠিত শান্তি সম্মেলনের পর গাজায় যুদ্ধোত্তর পুনর্গঠন কার্যক্রমের অংশ হিসেবে ফুটবল অবকাঠামো পুনর্নির্মাণে সহায়তার অঙ্গীকার করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
তিনি জানান, ফিফা গাজা ও ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধবিধ্বস্ত ফুটবল সুবিধাগুলো পুনর্নির্মাণে সহযোগিতা করবে এবং নতুন মাঠ ও তরুণদের জন্য কর্মসূচি চালু করতে একটি তহবিল গঠন করবে। ‘ফুটবলের ভূমিকা হলো সহায়তা করা, ঐক্য গড়া এবং আশার বার্তা দেওয়া,’ বলেন ইনফান্তিনো।
‘আমরা গাজার সব ফুটবল অবকাঠামো পুনর্নির্মাণে সাহায্য করব, ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) সঙ্গে মিলে ফুটবলকে আবার ঐক্যবদ্ধ করব এবং শিশুদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করব।’

তিনি আরও জানান, ফিফা ‘মিনি পিচ’ ও ‘ফিফা এরিনা’ নির্মাণে সহায়তা করবে এবং এই উদ্যোগে অন্য অংশীদারদেরও আহ্বান জানাবে। ‘ফুটবল শিশুদের জন্য আশার প্রতীক, আর সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ,’ যোগ করেন ফিফা সভাপতি।
আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/রাত ১০:৫৫