
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীতে বারোকোনা ডেইরী পিজির আওতায় ৪০ জন সদস্যদের গবাদি পশু গুলিকে ল্যাম্পি রোগের টিকা প্রদান করা হয়। গতকাল রবিবার দুপুর ১২ টায় দক্ষিণ কৃষ্ণপুর গ্রামে ডেইরী পিজির আওতায় মোঃ আনিছুর রহমানের গবাদি পশুর ফার্ম সংলগ্ন এলাকায় প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় বিনা মূলে ল্যাম্পি স্কিন ঔষধ গবাদিপশু কে পুশ ইন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একই দিনে উপজেলার বেতদিঘী ইউপির মাদিলা এলাকায় এবং ফুলবাড়ী পৌরসভার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামে। এনথ্রাক্স (তড়মা) প্রতিরোধ ও নিয়ন্ত্রনে সচেতনতা মূলক সভা ও ঠিকা দান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এর ডাক্তার মোঃ সানোয়ার হাসান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা প্রাণী সম্পদন সম্প্রসারণ কর্মকর্তা ডা. শাহানুর আলম, সাবেক পৌর কাউন্সিলর মোঃ দুলাল সরকার, মোছাঃ সানজিদা বেগম, দক্ষিণ বাসুদেবপুর ডেইরি ফার্মের স্বত্তাধীকারী মোঃ আনিছুর রহমান সহ বারোকোনা ডেইরী পিজির সদস্যগণ এবং ডেইরি ফার্মের মালিকগণ ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন ফুলবাড়ী উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল, ফুলবাড়ী, দিনাজপুর।
রাজ/১২ অক্টোবর ২০২৫/বিকাল ৩:৪০