ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

৮ ঘণ্টার শিফট নিয়ে কটাক্ষকারীদের একহাত নিলেন দীপিকা

RAZ CHT | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ - ০৩:২২:২৭ পিএম

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টা শিফটের চাহিদা এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। অভিনেত্রী মা হওয়ার পর অভিনয় নিয়ে বেশ কিছু শর্ত চাপিয়েছিলেন, যার অন্যতম হচ্ছে— ৮ ঘণ্টার শিফট। এর বেশি তিনি করতে পারবেন না। এ নিয়েই নায়িকার ঝামেলা বাঁধে দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও কল্কি নির্মাতাদের সঙ্গে। শুরুতে স্পিরিট ও কল্কি ২৮৯৮ এডির সিক্যুয়াল থেকে ‘বাদ পড়েন’ অভিনেত্রী। এ নিয়ে অনেকের চোখে দীপিকার দাবি ন্যায়সঙ্গত, আবার অনেকে চোখে এটিকে ‘বাড়াবাড়ি’ বলেও জানান।

তিনি বলেন, আমাদের সব থেকে বড় সমস্যা হলো, ভারতীয় সিনেমা জগৎকে ‘ইন্ডাস্ট্রি’ বলা হলেও তা এখনো অসংগঠিত। আমরা একে ‘ইন্ডাস্ট্রি’ বলি ঠিকই, কিন্তু সেটি আমাদের কাজে কখনোই প্রমাণ করতে পারিনি। আমি এ নিয়ে এর আগে কখনো সেভাবে মুখ খুলিনি। কারণ আমি মানুষটাই এ রকমই। আমি নিজের লড়াই নিজে মুখ বন্ধ করে লড়তেই পছন্দ করি বলে জানান দীপিকা পাড়ুকোন।

বলিউডের ভেতরের ‘দ্বিচারিতা’ ও ‘পুরুষতান্ত্রিক’ মানসিকতাকেও সামনে এনেছেন অভিনেত্রী। তিনি বলেন, আসলে এটা বলিউডের দ্বিচারিতা। এবং সেই মানসিকতা এখন আরও বেশি প্রকাশ পাচ্ছে। কারণ এমন অনেক অভিনেতা রয়েছেন, যারা কখনোই ৮ ঘণ্টার বেশি কাজ করেন না। তারা সপ্তাহান্তেও শুটিং ফ্লোরে যান না। কিন্তু তা নিয়ে কেউ কখনো কথা বলেন না। সেগুলো নিয়ে কখনো আলোচনাও হয় না, আবার কেউ কটাক্ষও করে না।

 

 

রাজ/১২ অক্টোবর ২০২৫/বিকাল ৩:২২

▎সর্বশেষ

ad