
বিনোদন ডেস্ক : অপু বিশ্বাসের জন্মদিনে নায়িকা ও তার ছেলের জন্মদিন উদ্যাপনের ছবি নিজের ভেরিফাইড ফেসবুকে আপলোড করেন মামুন। ক্যাপশনে লেখেন,শুভ জন্মদিন আমার বগুড়ার রাজকন্যা। ভালো থাকো বোন সব সময়।
খুব শিগগিরই ভাই বোন মিলে বগুড়া মহিলা কলেজের সামনে চা খেতে যাবো। নির্মাতার এমন পোস্টের পর কমেন্ট বক্সে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেন নেটিজেনরা।
অপুর এক ভক্ত মন্তব্যের ঘরে লেখেন, ভাই চা খাওয়ার দাওয়াত বাদ দিয়ে একটা সিনেমা বানাও অপু বিশ্বাসকে নিয়ে। আরেকজন মজা করে লেখেন, মহিলা কলেজের সামনে চা খেতে যাবেন।
এদিকে শুক্রবার (১০ অক্টোবর) মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি আবেগঘন ভিডিও আপলোড করেন অপু। ভিডিওতে দেখা যায়, ছেলেকে নিয়ে জন্মদিনের প্রথম মুহূর্ত উদ্যাপন করছেন নায়িকা।
প্রসঙ্গত, ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে জন্মগ্রহণ করেন অপু বিশ্বাস। পারিবারিক নাম অবন্তী বিশ্বাস হলেও সিনেমাজগতে অপু বিশ্বাস নামে পরিচিতি পান তিনি।
রাজ/১২ অক্টোবর ২০২৫/বিকাল ৩:২২