ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

সাংবাদিকের ভূমিকায় শুভশ্রী

RAZ CHT | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ - ০৩:০০:৪২ পিএম

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে নানা চরিত্রে উপস্থাপন করে চলেছেন। পুরোদস্তুর বাণিজ্যিক সিনেমার গণ্ডি পেরিয়ে নিজেকে মূল ধারার গল্প ও চরিত্রে মনোনিবেশ করছেন তিনি। অভিনেত্রী নিজের অভিনয় দক্ষতা দিয়ে বারবারই দর্শকদের মন জয় করে নিচ্ছেন।

উদাহরণস্বরূপ বলা যায়, জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর হাত ধরে ওটিটি দুনিয়ায় পদার্পণ করা শুভশ্রীর অভিনয় দক্ষতায় নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সিরিজটি প্রচারের পর দারুণ প্রশংসিত হন। আবারও দর্শক তাকে নতুন রূপে দেখতে পাবেন ওয়েব সিরিজে, যার নাম ‘অনুসন্ধান’।

এ সিরিজের গল্পে দেখা যাবে, জেলখানার নারী বন্দিদের সঙ্গে ঘটে যাওয়া একের পর এক দুর্ঘটনা নিয়ে। শুভশ্রী অভিনীত চরিত্রটি প্রধানত এমন এক রহস্যের উদ্ঘাটন করবে, যেখানে কোনো পুরুষের উপস্থিতি না থাকা সত্ত্বেও জেলখানার নারী বন্দিরা কীভাবে গর্ভবতী হয়ে পড়ছেন। এই কঠিন ও স্পর্শকাতর রহস্যের জট খুলতে সাংবাদিকদের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে।

আগামী ৭ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাবে শুভশ্রী অভিনীত এ নতুন সিরিজ। অদিতি রায়ের পরিচালনায় ‘অনুসন্ধান’ সিরিজে অভিনেত্রী ছাড়াও অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়, স্বাগতা মুখোপাধ্যায়, সাগ্নিক চট্টোপাধ্যায়, সৌম্য বন্দ্যোপধ্যায় প্রমুখ। দীর্ঘ বিরতির পর এ সিরিজের হাত ধরে অভিনয়ে ফিরছেন অরিত্র দত্ত বণিক।

 

 

রাজ/১২ অক্টোবর ২০২৫/দুপুর ২:৫৬

▎সর্বশেষ

ad