
ডেস্ক নিউজ : সাম্প্রতিক ‘সেফ এক্সিট’ আলোচনা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমার ছেলে-মেয়ে সবাই দেশে৷ আমি একা ‘সেফ এক্সিট’ নিয়ে কী করবো?
রোববার (১২ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক সাক্ষাৎকারে বলেন, কিছু উপদেষ্টা তাদের সঙ্গে বিট্রে (প্রতারণা) করেছেন, যা তারা আশা করেননি৷ তিনি মন্তব্য করেন, ‘উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের (নিরাপদ প্রস্থান) কথা ভাবতেছে’।
ফ্যাসিবাদের সময় গুম, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনাবাহিনীর সদস্যদের সেনা হেফাজতে রেখেই বিচারকার্য করার কথা উঠছে৷ এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা আছে কি না? এমন প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনে যেটা আছে সেটাই করা হবে।
গণঅভ্যুত্থানকালে বেহাত হওয়া কত অস্ত্র উদ্ধার হয়েছে এমন প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা আইজিপির সঙ্গে কথা বলে পরের সভায় হয়তো জানাতে পারবো৷ নির্বাচনের সময় কেউ যাতে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে৷
তিনি বলেন, সব অস্ত্র সব সময় উদ্ধার হয় না৷ কিছু অস্ত্র তো বাইরে থাকে৷ এজন্যই তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন হয়৷ সমস্ত অস্ত্র উদ্ধার হলে তো আইনশৃঙ্খলা বাহিনী লাগতো না৷ নরমালি ইলেকশন হয়ে যেত৷ কোনো ধরনের অসুবিধা নেই৷ আল্লাহ চাইলে ভালোভাবে নির্বাচন হবে৷
রাজ/১২ অক্টোবর ২০২৫/দুপুর ২:৩৩