ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

গাজার মতো ইউক্রেন যুদ্ধ অবসানেও মধ্যস্থতা করুন

RAZ CHT | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ - ০২:০৫:৪৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ট্রাম্পের সঙ্গে শনিবার (১২ অক্টোবর) এক টেলিফোন আলোপে এ আহ্বান জানান ইউক্রেনীয় নেতা। একইসঙ্গে গাজা যুদ্ধ বন্ধ করায় ট্রাম্পকে অভিনন্দন জানান জেলেনস্কি।

 কিয়েভ জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় হামাস ও ইসরাইলের যুদ্ধবিরতির খবরের কারণে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ বন্ধ করার কূটনৈতিক প্রচেষ্টার বিশ্বব্যাপী মনোযোগ সরে গেছে।
 
গত বুধবার গাজায় হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপের ঘোষণা দেন  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত আগস্টে ইউক্রেন যুদ্ধ অবসানে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। তবে ওই বৈঠকের পরও যুদ্ধবিরতি নিয়ে মস্কো ও কিয়েভের মধ্যে উল্লেখ্যযোগ্য কোনো অগ্রগতি হয়নি।
 
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার একটি ফোনালাপ হয়েছে। খুবই ইতিবাচক এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের অসামান্য অবদানের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি।
 
পোস্টে তিনি আরও বলেন, যদি একটি অঞ্চলে যুদ্ধ বন্ধ করা যায়, তাহলে অবশ্যই অন্যান্য যুদ্ধও বন্ধ করা যেতে পারে, যার মধ্যে রাশিয়ার যুদ্ধও রয়েছে।
 
ট্রাম্পের মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সাফল্যের প্রসঙ্গ টেনে জেলেনস্কি বলেন, ‌‘যেভাবে আপনি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি আনতে পেরেছেন, সেই অভিজ্ঞতা ব্যবহার করে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখুন।’ যুদ্ধ বন্ধে ট্রাম্পকে ক্রেমলিনকে আলোচনায় চাপ দেয়ার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।
 
এদিকে শীত সামনে রেখে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। স্থানীয় সময় শনিবার রাজধানী কিয়েভের বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ ড্রোন হামলা চালায় রুশ বিমানবাহিনী। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানীসহ নয়টি অঞ্চল।
 
দোনেৎস্ক, খারকিভ, খেরসন, সুমি, জাপোরিজঝিয়াসহ সমগ্র ইউক্রেনে একদিনে ৭৮টি শাহেদ ড্রোন দিয়ে হামলা চালায় মস্কো। এসব হামলায় জ্বালানি স্থাপনা ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। গ্রিড এখনো অস্থিতিশীল থাকায় সতর্ক অবস্থানে জ্বালানি কর্তৃপক্ষ।
 
অন্যদিকে রাশিয়া সীমান্তের কাছাকাছি ১২ ঘণ্টার ন্যাটো টহল মিশনে অংশ নিয়েছে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের দুটি যুদ্ধবিমান। আরএএফ-এর আরসি-১৩৫ রিভেট জয়েন্ট নজরদারি জেট ও পি-৮এ পোসাইডন মেরিটাইম প্যাট্রোল বিমান আর্কটিক অঞ্চল থেকে বেলারুশ ও ইউক্রেনের আকাশসীমা বরাবর টহল দেয়। তাদের সহায়তায় ছিল মার্কিন বিমানবাহিনীর একটি কে-সি-১৩৫ রিফুয়েলিং জেট।

 

রাজ/১২ অক্টোবর ২০২৫/দুপুর ২:০৪

▎সর্বশেষ

ad