ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

সাঈদ আনোয়ার-আফ্রিদির গড়া কীর্তি ২৫ বছর পর আবারও গড়ল পাকিস্তান

RAZ CHT | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ - ১২:৫২:৪০ পিএম

স্পোর্টস ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ মাঠে নেমেছে পাকিস্তান। এর মাধ্যমে প্রায় ১০ মাস পর আবারও সাদা পোশাক গায়ে চড়াল দলটি। এই ম্যাচে ব্যাট করতে নেমে তারা ফিরিয়ে এনেছে ২৫ বছরের পুরোনো স্মৃতি।

এই সিদ্ধান্ত যে ভুল নয়, সেটা প্রমাণ করল পাকিস্তান টপ অর্ডার। শুরুতে অবশ্য আব্দুল্লাহ শফিক ফিরে গেছেন অল্পেতেই। ৩ বলে ২ রান করে তিনি শিকার বনে গেছেন কাগিসো রাবাদার।

তবে এরপরই পালটা আক্রমণ শুরু করেন ইমাম উল হক আর শান মাসুদ। দুজন মিলে ১০ ওভারেই তুলে ফেলেন ৫১ রান। ১০ ওভার শেষে এমন রান পাকিস্তান শেষ ৩ ওয়ানডেতেও তুলতে পারেনি। এই ম্যাচ গুলোয় প্রথম ১০ ওভারে দলটা তুলেছে যথাক্রমে ৪৮/১, ৩৯/২ আর ২৬/৪ রান। এমনকি এশিয়া কাপ টি-টোয়েন্টিতেও দলটা কমপক্ষে ২ ম্যাচে শুরুর ১০ ওভারে এর চেয়ে কম রান তুলেছিল, তার একটা ছিল বাংলাদেশের বিপক্ষে।

তবে আজকের এই ব্যাটিংয়ে পাকিস্তান ২৫ বছরের পুরোনো কীর্তি ছুঁয়ে ফেলেছে। টেস্টের প্রথম দশ ওভারে পঞ্চাশ রানের মাইলফলক সবশেষ দলটা ছুঁয়েছিল ২০০০ সালে। ইংল্যান্ডের বিপক্ষে ফয়সালাবাদ টেস্টে এই কীর্তি গড়েছিলেন সাঈদ আনোয়ার আর শহীদ আফ্রিদি। আজ শান মাসুদ আর ইমাম উল হকের হাত ধরে সে কীর্তি আবার গড়ল পাকিস্তান।

 

 

রাজ/১২ অক্টোবর ২০২৫/দুপুর ১২:৩৯

▎সর্বশেষ

ad