ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

স্ত্রীর মৃত্যুর ৫ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও

RAZ CHT | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ - ০৯:৫২:০৪ এএম

নিউজ ডেক্সঃ  চট্টগ্রামের চন্দনাইশে স্ত্রীর মৃত্যুর ৫ ঘণ্টা পর মারা গেছেন স্বামী। একই দিনে দুজনের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমেছে।

শনিবার (১১ অক্টোবর) রাত ৭টার দিকে মারা যান স্ত্রী জারিয়া বেগম (৭০) এবং রাত সাড়ে ১২টার দিকে মারা যান স্বামী আবদুল মাবুদ (৮৫)। তারা চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ছিলেন।

আবদুল মাবুদ ভাতিজা মো. শাহেদ কালবেলাকে বলেন, মাবুদ চাচা প্রায় এক বছর আগে থেকে ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রায় তিন মাসে আগে চাচি জারিয়া বেগমও ক্যান্সারে আক্রান্ত হন। গত সপ্তাহে দুজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (আইসিইউতে) চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও বলেন, রাত ৭টার দিকে চাচি মারা যান। অসুস্থ হওয়ায় চাচাকে এ তথ্য জানানো হয়নি। পরে রাত সাড়ে ১২টার দিকে মারা যান মাবুদ চাচা। আজ জানাজা ও দাফন করা হবে দুজনকে।

সাবেক স্থানীয় কাউন্সিলর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান কালবেলাকে বলেন, একই দিনে দুজনের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমেছে, আল্লাহ উভয়কে জান্নাত দান করুন।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/১২ অক্টোবর ২০২৫/সকালঃ ০৯ঃ ২০
▎সর্বশেষ

ad