
স্পোর্টস ডেস্ক : তানজিম হাসান সাকিবের পর তানভীরের সাফল্য। রহমানউল্লাহ গুরবাজের পর সাদিকুল্লাহ অটল সাজঘরে। দুজনেই ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন। দলীয় ১৮ রানে ফেরেন গুরজাব। আর ৩৮ রানে ফেরেন সাদিকুল্লাহ।
ইনিংসের নবম ওভারে বোলিংয়ে এসেই উইকেট পেলেন তানভীর ইসলাম। নবম ওভারের চতুর্থ বলে ফিরিয়েছেন সাদিকউল্লাহ অটলকে। লং অনে ক্যাচটি নিয়েছেন তানজিম হাসান। ৮.৪ ওভারে ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারাল আফগানিস্তান। ১৩ বলে ৮ রান করেছেন অটল।
শনিবার সন্ধ্যায় আরব আমিরাতের আবু ধাবি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান ক্রিকেট দল। প্রথম ম্যাচে জিতে সিরিজ জয়ের লক্ষ্য আফগানদের।
প্রথম ওয়ানডেতে ২২১ রানে করে ৫ উইকেটে হেরে যাওয়ায়; বাংলাদেশের জন্য আজ সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। আজ বাংলাদেশ দলে দুটি পরিবর্তন। দ্বিতীয় ওয়ানডেতে দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ নেই। তাদের পরিবর্তে দলে ফিরেছেন রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।
আয়শা/১১ অক্টোবর ২০২৫,/রাত ৮:০০