ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

বিশ্বকাপে আলো ছড়িয়ে নিজের যে লক্ষ্য জানালেন মারুফা

Ayesha Siddika | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ - ০২:০১:৫৫ পিএম

স্পোর্টস ডেস্ক : মেয়েদের চলমান ওয়ানডে বিশ্বকাপে জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অবশ্য জয়ের আশা দেখে অল্পের জন্য হেরে বসেছে। তবে টুর্নামেন্টের গ্রুপপর্বে নিগার সুলতানা জ্যোতিদের এখনও পাঁচটি ম্যাচ বাকি। আজ (শুক্রবার) নিজেদের তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তার আগে বিশ্বকাপে আলো ছড়ানো টাইগ্রেস পেসার মারুফা আক্তার আরও বড় কিছু করার লক্ষ্য জানিয়েছেন। 

পাকিস্তানের বিপক্ষে মারুফার ইনসুইংয়ে দুটি বোল্ড করার দৃশ্য বিশ্বক্রিকেটে বেশ আলোচিত হয়েছে। বড় মঞ্চে ভালো করায় বাবা-মা গর্ববোধ করেন বলে জানান মারুফা, ‘পরিবার অবশ্যই গর্ববোধ করে। কারণ এত বড় একটা জায়গায় এসে ভালো পারফরম্যান্স করা…তারা আমাকে নিয়ে অনেক গর্বিত।’

দুই ম্যাচের একটিতে জেতা বাংলাদেশকে এখনও পাঁচটি ম্যাচ খেলতে হবে। শীর্ষ চারে থেকে সেমিফাইনাল খেলারও ভালো সুযোগ আছে জ্যোতিদের সামনে। নিউজিল্যান্ড ম্যাচের আগে দেশের মানুষের কাছে দোয়া চাওয়ার পাশাপাশি হতাশ না হতেও পরামর্শ দিয়েছেন মারুফা, ‘দেশের মানুষ আমাদের জন্য দোয়া করে, আমাদের খেলা দেখে। চাইব তারা যেন আমাদের জন্য আরও দোয়া করে। তারা যেন কখনও নিরাশ না হয়। ইনশাআল্লাহ আমরা আমরা ভালো কিছু করব।’

 

 

আয়শা/১০ অক্টোবর ২০২৫,/দুপুর ২:০০

▎সর্বশেষ

ad