ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

নারায়ণগঞ্জে মহাসড়ক থেকে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০

Ayesha Siddika | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ - ১০:৪৭:৫৪ পিএম

ডেস্ক নিউজ : আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। তবে তাদের কারো নাম পরিচয় জানা যায় নি।  বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার জাঙ্গাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটায় সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা থেকে ২০ থেকে ৩০ জন যাত্রী নিয়ে দোয়েল পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছাড়ে।

বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাঙ্গাল এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় বেশ কয়েকজন যাত্রী জানালা দিয়ে বের হলেও অন্যরা ভেতরে আটকা পড়েন। পরে আশপাশের লোকজন, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে অর্ধনিমজ্জিত বাস থেকে আহত অবস্থায় নারী এবং শিশুসহ ১০ জনকে উদ্ধার করে। পরবর্তীতে দুইটি র‍্যাকার দিয়ে বাসটি তুলে তল্লাশি করা হলেও ভেতরে কাউকে পাওয়া যায় নি।

দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রী রেহানা জানান, বাসটি ছাড়ার পর থেকেই বেপরোয়া গতিতে চলছিল। জাঙ্গাল এলাকার কাছাকাছি এসে বাসটি আরও এলোমেলোভাবে চলতে থাকে। এক পর্যায়ে বাসটি উল্টে খাদে পড়ে যায়। পরে তাকে ও তার দুই ছেলে মেয়েকে স্থানীয় লোকজন উদ্ধার করে। ঘটনাস্থলে যাওয়া কাঁচপুর হাইওয়ে পুলিশের কর্মকর্তা সার্জেন্ট আওলাদ হোসেন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় যাত্রীদের উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, খবর পেয়ে তারা ৯ জনের একটি টিম ঘটনাস্থলে আসেন। তাদের ডুবুরি দল বাসের ভেতরে তল্লাশি চালিয়েছে। পরে র‍্যাকার দিয়ে বাসটি তোলার পর আবার ভেতরে ও পানিতে তল্লাশি করা হয়। তবে কাউকে পাওয়া যায় নি।

 

 

আয়শা/০৯ অক্টোবর ২০২৫,/রাত ১০:৪০

▎সর্বশেষ

ad