ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

কাকে ‘ফকিন্নির বাচ্চা’ বললেন ওমর সানী?

Ayesha Siddika | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ - ১০:৩১:৩৫ পিএম

বিনোদন ডেস্ক : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বডি শেমিংয়ের শিকার হয়েছেন ওমর সানী ও তার স্ত্রী-চিত্রনায়িকা মৌসুমী। এআই ব্যবহার করে তাদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয় ভিডিওতে।

ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় নেতিবাচকভাবে উপস্থাপন হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়েন ওমর সানী। তিনি জানান, কিছু মানুষ গোপনে তাদের ছবি তুলে তাতে এআই ব্যবহার করে ভিন্নভাবে উপস্থাপন করছেন। প্রযুক্তির অন্ধকার ভয়াবহতার শিকার হয়ে বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দেন ওমর সানী। একটি ভিডিও আপলোড করেন। 

২ মিনিট ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে ওমর সানী ক্ষোভ ঝাড়েন নেতিবাচকভাবে প্রযুক্তি ব্যবহারকারীদের ওপর।ভিডিওতে ওমর সানী বলেন,কী দেখছেন, এটা এআই না। এআই দিয়ে মার্ভেলাসতো অনেক কিছুই করেছে। তবে কিছু ফকিন্নির বাচ্চা এআই ব্যবহার করে আমাকে আর মৌসুমীকে বিক্রি করছে। আর তিলকে তাল বানাচ্ছে।আমার মনে হয়, ফকিন্নির বাচ্চারা অনেক অভাবের মধ্যে আছে। শুক্রবার দিন আল্লাহ বাঁচিয়ে রাখলে আমি অহঙ্গবাদে থাকবো। আপনাদের কিছু লাগলে আসবেন। আতিথেয়তা করে দেবো।

এআই কী জিনিস, ভাইরাল কী জিনিস বুঝিয়ে দেবো। তোরা তো কুত্তা-বিল্লাইয়ের মতো ভাইরাল হওয়ার চেষ্টা করোস। গোপনে কিছু নেস। ওইটাতে এআই মারোস। দোয়া করি, আমাদের বিক্রি করে যদি তোদের লাভ হয়, ভালো থাকিস। মানিকগঞ্জের মহাতারকা খান আতাউর রহমান একটি ছবি বানিয়েছিলেন ‘আবার তোরা মানুষ হো’। সেটাই দোয়া করি তোমাদের জন্য।   

প্রসঙ্গত, ঢালিউডের জনপ্রিয় তারকা জুটি ওমর সানী ও মৌসুমী। ১৯৯৬ সালের ২ আগস্ট তারা ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দাম্পত্য জীবনে ফারদিন এহসান স্বাধীন নামের এক ছেলে ও ফাইজা নামের এক মেয়ে রয়েছে।

 

 

আয়শা/০৯ অক্টোবর ২০২৫,/রাত ১০:৩০

 

▎সর্বশেষ

ad