ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ট্রাম্পের শান্তি পরিকল্পনা ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ: অ্যামনেস্টি

Ayesha Siddika | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ - ১০:২৯:১৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি-সংক্রান্ত চুক্তির প্রথম পর্যায় বাস্তবায়নে হামাস ও ইসরাইলের সম্মতি ঘোষণার পরপরই এই শান্তি পরিকল্পনার কঠোর সমালোচনা করে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা গাজার ফিলিস্তিনিদের দুই বছরের দুর্ভোগ মোচনে অত্যন্ত দুর্বল এবং ‘ত্রুটিপূর্ণ’।বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড এসব কথা বলেন। 

এই যুদ্ধবিরতির ঘোষণাকে দুই বছরের দুর্ভোগের পর ‘বিলম্বিত পদক্ষেপ’ বলে মন্তব্য করে ক্যালামার্ড বলেন, ফিলিস্তিনিরা যা সহ্য করেছে, এই চুক্তি তা ‘মুছে ফেলবে না’। অবিলম্বে গাজার ওপর থেকে ইসরাইলের শ্বাসরুদ্ধকর অবরোধ তুলে নেওয়া এবং অবরুদ্ধ অঞ্চলে মানবিক সাহায্যের ‘বাধাহীন প্রবাহ’ নিশ্চিত করতে হবে। 

অ্যামনেস্টি প্রধান আরও বলেন, টেকসই যুদ্ধবিরতি চুক্তি সফল হতে হলে অবশ্যই তাৎক্ষণিকভাবে ইসরাইলি গণহত্যা বন্ধ করতে হবে। একইসঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের অবৈধ দখলদারির অবসান এবং সেখানে চালু ‘বর্ণবাদী ব্যবস্থা’ ভেঙে দেওয়ার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।

ক্যালামার্ডের মতে, বর্তমান পরিকল্পনা এই মৌলিক বিষয়গুলি সমাধানে ব্যর্থ। তিনি যোগ করেন, এই পরিকল্পনা নৃশংস অপরাধের শিকারদের জন্য ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে বা অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে ব্যর্থ।

সূত্র: আল-জাজিরা

 

 

আয়শা/০৯ অক্টোবর ২০২৫,/রাত ১০:২৩

▎সর্বশেষ

ad