
আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি সরকার আজ বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করলে, আইডিএফ (ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী) গাজা থেকে সৈন্য প্রত্যাহার শুরু করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রত্যাহারের প্রথম ২৪ ঘণ্টার মধ্যে আইডিএফ প্রত্যাশা করছে যে তারা সম্মতিপূর্ণ মোতায়েন সীমান্তে ফিরে যাবে, যার ফলে সামরিক বাহিনী গাজার অর্ধেকের বেশি এলাকা, অর্থাৎ ৫৩ শতাংশ নিয়ন্ত্রণে রাখবে। এর বেশিরভাগ অঞ্চল নগরাঞ্চলের বাইরে থাকবে।
প্রত্যাহারের পরে, আইডিএফ পুরো গাজা সীমান্ত বরাবর একটি বাফার জোনে অবস্থান করবে, যার মধ্যে থাকবে ফিলাডেলফি করিডোর (মিশর-গাজা সীমান্ত এলাকা), উত্তর গাজার বেইত হানুন ও বেইত লাহিয়া, গাজা শহরের পূর্ব পার্শ্বের একটি রিজ, এবং দক্ষিণ গাজার রাফাহ ও খান ইউনিসের বড় অংশ। আইডিএফ প্রত্যাহারের ৭২ ঘণ্টার মধ্যে, হামাস তাদের আটকের মধ্যে থাকা ৪৮ বন্দিকে মুক্তি দেবে, প্রথমে ২০ জন বেঁচে থাকা বন্দিকে। পূর্বে হামাস মধ্যস্তকারীদের জানিয়েছে, নিহত কিছু বন্দির মরদেহের অবস্থান তারা জানে না, যা মরদেহ হস্তান্তরে বিলম্ব ঘটাতে পারে।
বেঁচে থাকা বন্দিদের হামাস কোনো মুক্তি অনুষ্ঠান ছাড়াই রেড ক্রস প্রতিনিধিদের হাতে হস্তান্তর করবে। এরপর রেড ক্রস তাদের আইডিএফের হাতে সরবরাহ করবে, যারা গাজার ভিতরে অপেক্ষা করছে। বন্দিদের পরে গাজার বাইরে সামরিক রেইম ঘাঁটিতে নিয়ে যাওয়া হবে, যেখানে তাদের প্রাথমিক শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। কিছু পরিবারের সদস্য বন্দিদের সাথে দেখা করার জন্য রেইম ঘাঁটিতে অপেক্ষা করবেন।
আইডিএফ জানিয়েছে, যদি হামাস সব ২০ জন বেঁচে থাকা বন্দিকে একসাথে মুক্তি দেয়, তবে তারা একসাথে হস্তান্তর সামলানোর প্রস্তুতি আছে। পরে, বন্দিদের এবং তাদের পরিবারকে মধ্য ইসরাইলের হাসপাতালগুলোতে নেওয়া হবে, যেখানে অতিরিক্ত চিকিৎসা করা হবে এবং অন্যান্য পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করানো হবে। যাদের সঙ্গে তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন, তাদের সরাসরি বীরসেবার সোরোকা হাসপাতালে এয়ারলিফট করা হবে, রেইম ঘাঁটি অতিক্রম না করে।
নিহত বন্দিদের মরদেহ গাজার মধ্যে সেনাদের হাতে হস্তান্তর করা হবে, যেখানে সামরিক বাহিনীর বিশেষ ইউনিটের নেতৃত্বে একটি ছোট অনুষ্ঠান হবে। আইডিএফ জানিয়েছে, নিরাপত্তার জন্য কফিন পরীক্ষা করা হবে। নাগরিক বন্দিদের কফিন এরপর আবু কাবির ফরেনসিক ইনস্টিটিউটে শনাক্তকরণের জন্য পাঠানো হবে, যা দুই দিন পর্যন্ত সময় নিতে পারে। নিহত সৈন্যদের মরদেহ শনাক্তকরণের জন্য আইডিএফের শুরা ক্যাম্পে পাঠানো হবে।
আয়শা/০৯ অক্টোবর ২০২৫,/রাত ১০:২৩