
স্পোর্টস ডেস্ক : রোহিত শর্মা যে ভারতের নেতৃত্ব হারাতে চলছেন, তা আগেই টের পেয়েছিলেন শুবমান গিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগেই তাকে জানানো হয়েছিল, তিনিই হতে চলেছেন ভারতের পরবর্তী ওয়ানডে অধিনায়ক। যদিও আনুষ্ঠানিক ঘোষণা হয় পরে।
গিলের ধারণা এই দুই অভিজ্ঞ ছাড়া ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের সাফল্য সম্ভব নয়। তিনি বলেন, ‘দলের জন্য তাদের অভিজ্ঞতা ও দক্ষতা অমূল্য। এমন ক্রিকেটার খুব বেশি পাওয়া যায় না।’
শুক্রবার দিল্লিতে গিল বলেন, ‘অবশ্যই আমি রোহিত ভাই ও বিরাট ভাইকে ২০২৭ বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখছি। তারা ভারতের হয়ে যেভাবে ম্যাচ জিতিয়েছেন, তেমন অভিজ্ঞতা ও দক্ষতা খুব কম খেলোয়াড়ের আছে।’
রোহিত ও কোহলি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। এখন কেবল ওয়ানডেতেই তাদের দেখা যাবে। বর্তমানে কোহলি লন্ডনে আর রোহিত আছেন মুম্বাইয়ে। তবে দুজনই ১৫ অক্টোবর অস্ট্রেলিয়া সফরের আগে দিল্লিতে ওয়ানডে দলে যোগ দেবেন বলে জানা গেছে।
আয়শা/০৯ অক্টোবর ২০২৫,/রাত ৯:০০