
মোঃ আনিছুর রহমান মানিক(ডোমার, নীলফামারী ) প্রতিনিধি : “আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় আয়োজিত বুধবার (০৮ অক্টোবর) বিকালে ডোমার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী। এ সময় অতিথি হিসাবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, একাডেমীক সুপার ভাইজার সাফিউল ইসলাম, পরিসংখ্যান তদন্তকারী আব্দুল বারী, সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম মধু, শিক্ষার্থী খুরশিদ জাহান রিতু প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়াও অনুষ্ঠানে ডোমার বালিকা বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক আফসানা ইয়াসমিন আশা, সংগীত শিক্ষক পরশ কুমার চন্দ, মটুকপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক দিলরুবা কেয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীগণ উপস্থিত ছিলেন। এর আগে সকল শিক্ষার্থীর অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
আয়শা/০৯ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:২১