ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ভারী বৃষ্টি, দিল্লি বিমানবন্দরে নামতে পারল না ১৫ ফ্লাইট

Anima Rakhi | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ - ১০:১৬:০১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে অতিভারী বৃষ্টির কারণে অন্তত ১৫টি ফ্লাইট অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ৮টি ফ্লাইট জয়পুরে, ৫টি লখনউতে এবং ২টি চণ্ডীগড়ে নামানো হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এদিন সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি শুরু হয়, যা দিনভর চলে। দুপুরে কিছুটা বিরতির পর বিকালে কালো মেঘে আকাশ ঢেকে যায় এবং শুরু হয় প্রবল বৃষ্টি।

এর ফলে দিল্লির বিভিন্ন এলাকায় যানজটের চিত্র দেখা যায়। অনেক রাস্তায় পানি জমে যাওয়ায় যানবাহন চলাচলে সমস্যা দেখা দেয়।

আগেই এক বিজ্ঞপ্তিতে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটতে পারে।

এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, দিল্লির প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচলে প্রভাব পড়ছে। তবে আমাদের গ্রাউন্ড টিম এবং অন্যান্য সংস্থাগুলোর সঙ্গে মিলিয়ে যাত্রীদের নির্বিঘ্ন অভিজ্ঞতা নিশ্চিত করার চেষ্টা চলছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ তথ্য জেনে নিতে বলেছে। এছাড়াও, সড়কে যানজটের কারণে বিকল্প হিসেবে দিল্লি মেট্রো ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: এনডিটিভি

অনিমা/০৭ অক্টোবর ২০২৫,/রাত ৯:১৫

▎সর্বশেষ

ad