
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের অর্থায়নে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ের মিডিয়া পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় নওগাঁ সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এই কর্মশালার আয়োজন করা হয়।

আয়োজনে ছিল জেলা তথ্য অফিস, নওগাঁ এবং সহযোগিতায় সিভিল সার্জন অফিস, নওগাঁ। কর্মশালায় টাইফয়েড প্রতিরোধে দলবদ্ধভাবে টিকা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে টিকাদান ক্যাম্পেইন বিষয়ে জনসচেতনতা বাড়ানোর কৌশল নিয়েও আলোচনা হয়।
আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/রাত ৮:০০