ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

চৌগাছায় আওয়ামীলীগ নেতা মান্নানের আট মাসের জেল

Ayesha Siddika | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ - ০৮:১৩:২২ পিএম

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানকে আট মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। এ মামলায় বাদীর সাত লাখ টাকা ফেরতের আদেশও দেওয়া হয়েছে। মঙ্গলবার যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত ১ এর বিচারক আইরিন সুলতানা এ আদেশ দেন।

ঘটনার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২২ অক্টোবর উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের সামছুল আলমের কাছ থেকে আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান জমি বিক্রয় করার জন্য বায়না স্বরুপ সাত লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে জমি রেজিস্ট্রি না করে বায়নার টাকা ফেরত দেওয়ার জন্য ২০২৩ সালের ২৭ ডিসেম্বর তারিখ দিয়ে সামছুল আলমকে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাত লাখ টাকার একটি চেক প্রদান করেন।

যাহার চেক নং ১৬৬৯৫৫১ এবং হিসাব নং ০২১১১৩১০০০০০১৪৮। সামছুল আলম চেকটি নগদায়নের জন্য ২০২৪ সালের ৩১ জানুয়ারি ব্যাংকে জমা দিলে হিসাবটি বন্ধ হয়ে যাওয়ায় চেকটি প্রত্যাখ্যত হয়। ক্ষুব্ধ হয়ে সামছুল আলম আব্দুল মান্নানের বিরুদ্ধে যশোর আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলা চলাকালীন আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান মামলাটি স্থগিতের জন্যমহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। এক পর্যায়ে আদালত আব্দুল মান্নানের রিট পিটিশনটি খারিজ করে দেন।

এ পর্যায়ে যশোরের আদালতে আবারো মামলাটির কার্যক্রম শুরু হয়। দীর্ঘ যুক্তি তর্ক শেষে ৭ অক্টোবর মঙ্গলবার যশোর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আইরিন সুলতানা আসামী আব্দুল মান্নানকে আট মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। একই সাথে বাদী সামছুল আলমের সাত লাখটাকা ফেরতের আদেশ দেন। এ সময় আসামি আব্দুল মান্নান আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা সুমন ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রবিউল ইসলাম খোকন এবং অ্যাডভোকেট মৌলুদা পারভিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/রাত ৮:০৮

▎সর্বশেষ

ad