
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজে ভরাডুবি হয়েছে আফগানিস্তানের। বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি। কুড়ি ওভারের তিন ম্যাচে ধবলধোলাইয়ের শোধ পঞ্চাশ ওভারের ক্রিকেটে নিতে চায় আফগানরা। সেই লক্ষ্যে ওয়ানডেতে শক্তিশালী দলও দিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আগামীকাল ওয়ানডে সিরিজ খেলতে নামবে দুই দল। ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতেই হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। এই সিরিজের জন্য দুদিন আগেই দল দিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ দল
- মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
আফগানিস্তানের ওয়ানডে দল
- হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাম আলি খিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, মোহাম্মদ গাজানফার, আবদুল্লাহ আহমাদজাই, বশির আহমাদ এবং বিলাল সামি।
আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:৩০