ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

যে জায়গা ছাড়তে চেয়েছিলেন, এখন সেখানেই লম্বা সময় থাকতে চান কেইন

Ayesha Siddika | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ - ০৩:০৩:৩৪ পিএম

স্পোর্টস ডেস্ক : বর্তমান ক্লাব বায়ার্ন মিউনিখের সঙ্গে হ্যারি কেইনের চুক্তির মেয়াদ আছে আরও দুই বছর। তবে ক্লাবটিতে আরও বেশিদিন থাকতে আগ্রহী তিনি। জার্মানিতে পাড়ি জমানোর সময় ভাবনায় ছিল চুক্তি শেষেই ফিরবেন ইংল্যান্ডে। কিন্তু সময়ের স্রোতে তিনি এখন বায়ার্ন মিউনিখকে ভালোবেসে ফেলেছেন। আর তাই ইংলিশ স্ট্রাইকারের প্রিমিয়ার লিগে ফেরা নিয়ে আগের ভাবনাটাও বদলে গেছে।

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসের দ্বিতীয় সফলতম গোলস্কোরার ও টটেনহ্যাম হটস্পারের কিংবদন্তি কেইন ২০২৩ সালে বায়ার্নে পাড়ি জমান। তিনি অবশ্য ভাবনাগুলো জানিয়েছেন ইংল্যান্ডে ফিরেই। ক্লাব ফুটবলে এখন কিছুদিনের বিরতি চলছে। ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে তিনি ইংল্যান্ড জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। সেখানেই ক্লাব ফুটবলের নিজের ভবিষ্যৎ ভাবনা জানিয়েছেন এ স্ট্রাইকার।

বায়ার্নে যোগ দেওয়ার পর দুই বছরে ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৬ ম্যাচে ১০৪ গোল করেছেন কেইন। এরই মধ্যে জিতেছেন বুন্দেসলিগা ও জার্মান কাপ, গড়েছেন বেশ কিছু রেকর্ড। চলতি মৌসুমের শুরুটাও করেছেন দারুণ। ১৮ গোল করেছেন স্রেফ ১০ ম্যাচ খেলে। এখানে তার চুক্তির মেয়াদ ২০২৭ পর্যন্ত। নতুন চুক্তির কোনো আলোচনা এখনও শুরু হয়নি।

তবে ব্রিটিশ সংবাদমাধ্যমকে কেইন জানালেন, তিনি আলোচনার অপেক্ষায় আছেন। এই স্ট্রাইকার বলেন, “তেমন কিছু (চুক্তির মেয়াদ বাড়ানো) অবশ্যই দেখতে পাচ্ছি আমি। যদিও সপ্তাহ দুয়েক আগেই প্রকাশ্যে বলেছি যে, বায়ার্নের সঙ্গে এসব আলোচনা আমার শুরু হয়নি। তবে যদি ব্যাপারগুলি উঠে আসে, অবশ্যই কথা বলতে মুখিয়ে থাকব আমি এবং সৎ আলোচনা করব।”

তিনি আরও বলেন, “প্রিমিয়ার লিগের ব্যাপারে, আমি ঠিক জানি না। বায়ার্নে যখন প্রথম এলাম, তখন জিজ্ঞেস করলে বলতাম, ‘নিশ্চিতভাবেই প্রিমিয়ার লিগে ফিরে যাব। এখন এখানে বছর দুয়েক কাটানোর পর বলতে পারি, ব্যাপারটি অন্যরকম হয়ে গেছে। এসব আসলে নির্ভর করছে, পরের বছরটা কীভাবে যায় ও একসঙ্গে আমরা কী অর্জন করতে পারছি, সেসবের ওপর।”

বায়ার্নে চুক্তিতে কেইনের রিলিজ ক্লজ ৬ কোটি ৭০ লাখ ইউরো। তবে সম্প্রতি টটেনহ্যামের কোচ টমাস ফ্র্যাঙ্ক বলেছেন, কেইনকে ফিরে পেতে দারুণভাবেই আগ্রহী তারা। কেইনের নিজেরও একসময় ছিল সেই তাড়না। বিশেষ করে, অ্যালান শিয়েরারকে ছাড়িয়ে প্রিমিয়ার লিগের সফলতম স্কোরার হওয়ার হাতছানি যেখানে আছে তার সামনে।

বায়ার্নের হয়ে বুন্দেসলিগায় কেইনকে আবার দেখা যাবে ১৮ অক্টোবর, বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে। এর আগে ইংল্যান্ড আর্মব্যান্ড নিয়ে তিনি বৃহস্পতিবার প্রীতি ম্যাচে ওয়েলসের বিপক্ষে ও আগামী মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ে লাটভিয়ার বিপক্ষে মাঠে নামবেন। জাতীয় দলের বাইরে ভবিষ্যতে কেইনকে কোন ক্লাবে দেখা যাবে, সেটা বলে দেবে সময়ই।

 

 

আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/বিকাল ৩:০০

▎সর্বশেষ

ad