ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

জীবনে কোনো কিছু পরিকল্পনা করে করিনি: কাজল

Ayesha Siddika | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ - ০৯:৩৪:০২ পিএম

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কাজল একের পর এক কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। গত চার মাসে চারটি ভিন্ন ধরনের সিনেমায় কাজ করলেন অভিনেত্রী। ‘মা’, ‘সরেজমিন’ ও ‘দ্য ট্রায়াল সিজন ২’ মুক্তির পাশাপাশি এখন নতুন অনুষ্ঠানের সঞ্চালক কাজল। তিনি বলেন, আমার ভাগ্য ভালো যে, এতদিনে ভিন্ন ধরনের সিনেমায় কাজ করতে পারছি। জীবনে কোনো কিছু পরিকল্পনা করে করিনি। ফলে এটা আমার ভাগ্য বলে জানান অভিনেত্রী।

ভিন্ন চরিত্রের কথা মাথায় রেখে নারীবাদের প্রশ্ন উঠলে কাজল বলেন, আমি বিশ্বাস করি, নারীবাদ মানে প্রত্যেক নারীর অপর নারীর পাশে দাঁড়ানো। নিজের সমর্থনে নিজের পাশে দাঁড়ানো। এমন বলছি না যে এতে অন্য লিঙ্গের কোনো সম্পর্ক নেই। কিন্তু এর ৬০ থেকে ৭০ শতাংশই হচ্ছে মেয়েদের নিজের পায়ের মাটি শক্ত করে তোলা, প্রতিষ্ঠিত করা।

উল্লেখ্য, কাজল অভিনীত সাম্প্রতিক তিনটি চরিত্রই এক মায়ের। কেন এ ধরনের চরিত্রের প্রতি বারবার আকৃষ্ট হচ্ছেন অভিনেত্রী?  তিনি বলেন, খুব কাকতালীয়ভাবে প্রত্যেকটা চরিত্র এমন মায়ের যে, সারাক্ষণ সন্তানদের ভীষণ আগলে রাখে। ‘সরেজমিন’ গত বছর মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সেটি এ বছরে মুক্তি পায়। তবে আমি ব্যক্তিগত জীবনেও এ রকমই। হয়তো সে কারণেই এমন চরিত্র আমার কাছে আসে।

 

 

আয়শা/০৫ অক্টোবর ২০২৫,/রাত ৯:৩০

▎সর্বশেষ

ad