
আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (৪ অক্টোবর) রাতে তেল আবিবে এক বিক্ষোভে হাজার হাজার বিক্ষোভকারী অংশ নেন। এই সময় অবিলম্বে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি স্বাক্ষর করতে ইসরাইল সরকারের প্রতি আহ্বান জানান।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভ সমাবেশে ইসরাইলি নাগরিকরা আগের মতো ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাও রাজনৈতিক স্বার্থে নস্যাৎ করে দেয়া হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন।
গিল শেলি নামে এক বিক্ষোভকারী বলেন, ‘জিম্মিদের মুক্তি নিয়ে আমরা উদ্বিগ্ন। যুদ্ধ বন্ধ করা নিয়ে আমরা উদ্বিগ্ন। নেতানিয়াহুর ওপর আমাদের কোনো আস্থা নেই। তবে এই মুহূর্তে ট্রাম্পের ওপর এখন আমাদের সমস্ত আস্থা আছে।’
তিনি আরও বলেন,গত কয়েক মাস পর এই প্রথম আমি এখন সত্যিই আশাবাদী। আশা করি তিনি (ট্রাম্প) এখন বুঝতে পেরেছেন যে নেতানিয়াহু কেবল এই যুদ্ধ চালিয়ে যেতে চান যাতে তিনি জেল থেকে বাঁচতে পারেন এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা যুদ্ধের প্রস্তাবনা নিয়ে আগামীকাল মিশরে আলোচনা শুরু হবে। সৌদি চ্যানেল আশরাক জানিয়েছে, যুদ্ধবিরতি আলোচনায় হামাস প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির শীর্ষ নেতা খলিল আল-হায়া।
প্রতিবেদনে বলা হয়, হামাস প্রতিনিধি দল আজ কাতার থেকে কায়রোতে পৌঁছাবেন। আগামীকাল তারা আলোচনার জন্য শার্ম আল-শেখে যাবেন। গত মাসের শুরুতে ইসরাইল আল হায়াসহ হামাসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে দোহায় হামলা চালায়। ওই হামলায় তিনি বেঁচে গেলেও ছয়জন নিহত হন। যার মধ্যে রয়েছেন আল-হায়ার ছেলে হুমাম, তিনজন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা।
সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরাইল
আয়শা/০৫ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৫০