ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

২৯ বিজিবি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত॥

Ayesha Siddika | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ - ০৬:৩৬:৫০ পিএম

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী বিজিবি ২৯ বিজিবি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়। গতকাল রবিবার ফুলবাড়ী ২৯ বিজিবি’র সদর দপ্তরে সীমান্ত রক্ষা, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা কর্তব্যপালন এবং অপারেশনাল ও প্রশাসনিক কর্মকান্ডের শত ব্যস্ততার মাঝেও অন্যান্য বছরের ন্যায় এ বছরও ০৫ অক্টোবর ২০২৫ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে পালিত হয়েছে।

উল্লেখিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আসন অলংকৃত করেছিলেন রিজিয়ন কমান্ডার, রিজিয়ন সদর দপ্তর, রংপুর আরোও উপস্থিত ছিলেন সেক্টর সদর দপ্তর, দিনাজপুর, অধিনায়ক ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), অধিনায়ক, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), অধিনায়ক, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এবং অন্যান্য অফিসারবৃন্দ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর সকল জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ ও অসামরিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন, ফুলবাড়ী ২৯ বিজিবি, লেঃ কর্নেল এ এম জাবরে বনি জব্বার, পরিচালক, অধিনায়ক।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানকে ০২টি পর্বে সাজানো হয়। ১ম পর্ব গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ব্যাটালিয়ন সদরসহ অধীনস্থ সকল বিওপি/ক্যাম্পের মসজিদে ফজরের নামাজের পর মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয় এবং ২য় পর্ব গতকাল রবিবার ০৫ অক্টোবর ২০২৫ তারিখ সকাল সাড়ে ০৯টায় অধিনায়কের বিশেষ দরবার, যোহরের নামাজের পর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা এবং প্রীতিভোজ ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

আয়শা/০৫ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৩০

▎সর্বশেষ

ad