ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

কারখানায় কাজ বন্ধ, মহাসড়কে কর্মকর্তা ও কর্মচারীদের বিক্ষোভ

RAZ CHT | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ - ০৫:০৬:৫৬ পিএম

নিউজ ডেক্সঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়ায় অবস্থিত ওরিয়ন নিট টেক্সটাইল লিমিটেডে কাজ বন্ধ ও বেতন বকেয়া রাখার প্রতিবাদে কয়েক শতাধিক শ্রমিক বিক্ষোভ করেছেন। রোববার (০৫ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন ওই কারখানার শ্রমিকরা। এর আগে উপজেলার জামিরদিয়া আইডিয়া মোড়ে সমাবেশে জড়ো হয় তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর থেকে অর্ডার না থাকায় কারখানাটিতে উৎপাদন বন্ধ রয়েছে। এ অবস্থায় মালিকপক্ষের কোনো সিদ্ধান্ত বা যোগাযোগ না থাকায় শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সেপ্টেম্বর মাসের বেতন না পাওয়া ও চাকরি হারানোর আশঙ্কায় রোববার সকালে প্রায় ৮শ থেকে ১ হাজার শ্রমিক জামিরদিয়ার আইডিয়াল মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

বিক্ষোভে নেতৃত্ব দেন কারখানার শ্রমিক তোতা মিয়া। তিনি জানান, ফ্যাক্টরিতে কর্মরত ৪২ জন ম্যানেজমেন্ট স্টাফদের আগস্ট মাসের বেতন ১৮ সেপ্টেম্বর পরিশোধের কথা থাকলেও এখনো দেওয়া হয়নি। এ ছাড়া চাকরি ছেড়ে ৫৩ জন শ্রমিকের বেনিফিটসহ অন্যান্য পাওনাও পরিশোধ করা হয়নি।

শ্রমিকরা জানান, আগামী ৮ অক্টোবরের মধ্যে তাদের দাবি-দাওয়া পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ বিষয়ে কারখানা মালিকপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। খবর পেয়ে ভালুকা আর্মি ক্যাম্পের টহল টিম, শিল্প পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।

শিল্প পুলিশ-৫ এর পুলিশ সুপার ফরহাদ হোসেন খান জানান, শ্রমিকদের বিক্ষোভের প্রধান কারণ মালিকানা দ্বন্দ্ব। শিল্প পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উভয়পক্ষের সাথে বসে আলোচনা করে শ্রমিকদের বেতনের ব্যবস্থা করা হবে।

 

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০৫ অক্টোবর ২০২৫/বিকালঃ ০৫.০০

▎সর্বশেষ

ad