ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

হোয়াইটওয়াশের মিশনে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ

Ayesha Siddika | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ - ০৫:০৮:৩৪ পিএম

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে বাংলাদেশ। রোববার (৫ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

সিরিজের প্রথম দুই ম্যাচ কঠিন করে জিতেছে বাংলাদেশ। একটা বিষয় স্পষ্ট দুই ম্যাচেই বোলাররা নিজেদের কাজ ঠিকঠাক করলেও ব্যাটাররা ভুগেছেন। বিশেষ করে মিডল অর্ডার নিয়ে খুব একটা স্বস্তিতে নেই টিম ম্যানেজমেন্ট। যেহেতু সিরিজ নিশ্চিত হয়ে গেছে, তাই শেষ ম্যাচে কিছুটা হলেও চাপমুক্ত হয়ে খেলার সুযোগ পাবেন জাকেররা।

শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে বাংলাদেশের একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। যেহেতু এই সিরিজের পরই ওয়ানডে সিরিজে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ, তাই গুরুত্বপূর্ণ পেসার তাসকিন আহমেদের বিশ্রামে থাকার সম্ভাবনাই বেশি।

এ ছাড়া সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় মোস্তাফিজুর রহমানকেও একাদশের বাইরে রাখার সম্ভাবনা। সেক্ষেত্রে একাদশে ফিরতে পারেন তানজিম সাকিব। তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, নুরুল হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

 

আয়শা/০৫ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:০৫

▎সর্বশেষ

ad