ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ট্রফি কাণ্ডে ভারতের কড়া সমালোচনা করলেন ডি ভিলিয়ার্স

Ayesha Siddika | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ - ০২:৫৪:১৬ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটে টক অব দ্য টাউন এশিয়া কাপের ট্রফি কান্ড। ফাইনাল শেষ হয়েছে প্রায় এক সপ্তাহ হতে চলেছে। তবে এখনও এর রেশ কাটেনি। কারণ, চ্যাম্পিয়ন হয়েও যে ট্রফি হাতে পায়নি ভারত। গত কয়েকদিন ধরেই নানা মহলে এ নিয়ে চলছে সমালোচনা।

অপারেশন সিন্দুরের পর থেকেই ভারত-পাকিস্তানের সম্পর্কে তিক্ততা বাড়ে। এশিয়া কাপেও তা উঠে এসেছে একাধিক ঘটনায়। ভারত সরকারের নির্দেশে এসিসি ও পিসিবি প্রধান মহসিন নাকভির হাত থেকে শিরোপা নিতে অস্বীকৃতি জানায় ভারত দল। তাই ট্রফি না দিয়েই অতিথিদের নিয়ে মঞ্চ ত্যাগ করেন নাকভি। এরপর ট্রফি ছাড়াই অদ্ভুত উদযাপন করে ভারতের ক্রিকেটাররা। এমন কান্ডের পেছনে রাজনীতিকেই দুষছেন এবি ডি ভিলিয়ার্স।

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডি ভিলিয়ার্স বলেন, ‘ট্রফি দেয়ার জন্য যিনি মঞ্চে উপস্থিত ছিলেন, তাকে দেখে খুশি হতে পারেনি ভারত। তবে আমি মনে করি এসব খেলাধুলার অংশ হতে পারে না। খেলার মধ্যে রাজনীতি যুক্ত করা উচিত নয়। এটা সবার উপভোগ করা উচিত। ট্রফির এই বিষয়টা হতাশাজনক। পুরো দৃশ্যটা অনেক অস্বস্তিকর ছিলো। আশা করি ভবিষ্যতে তারা এমনটা করবে না। এসব কারণে ক্রিকেটে জটিলতা দেখা দেয়।’

ভারতের ট্রফি কাণ্ড নিয়ে কড়া সমালোচনা করলেও, টিম ইন্ডিয়ার মাঠের পারফরম্যান্সে মুগ্ধ এবি ডি ভিলিয়ার্স। এশিয়া কাপে যেভাবে দাপট দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া, তাতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমারের দলকে এগিয়ে রাখছেন প্রোটিয়া ক্রিকেটার।

ডি ভিলিয়ার্স বলেন, ‘ভারত বেশ ভালো ফর্মে আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের দল অনেক শক্তিশালী মনে হচ্ছে। বিশ্বকাপ বেশি দূরে নয় এবং তাদের দলে অনেক ভালো মানের ক্রিকেটার রয়েছে। বড় মঞ্চে তারা সুযোগ কাজে লাগাতে পারে। তাদের আক্রমনাত্মক খেলা দেখতে দারুণ লাগে।’এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হলেও, এবার ভারতের সামনে রয়েছে কঠিন চ্যালেঞ্জ। চলতি মাসের শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।

 

 

আয়শা/০৩ অক্টোবর ২০২৫,/দুপুর ২:৫৩

▎সর্বশেষ

ad