এসআইয়ের ঘুষ দাবির অডিও ভাইরাল..

RAZ CHT | আপডেট: ০৫ আগস্ট ২০২৫ - ০৩:২৯:৩৭ পিএম

নিউজ ডেক্সঃ  কক্সবাজারের রামুতে হত্যাচেষ্টা মামলায় পুলিশি প্রতিবেদনের নামে বাদীর পরিবারের কাছে ১ লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে রামু থানার এসআই চিরঞ্জীব বড়ুয়ার বিরুদ্ধে। চিরঞ্জীব ও বাদীর পরিবারের এক সদস্যের সঙ্গে মুঠোফোনে কথপোকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে জেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সোমবার (৪ আগস্ট) ফাঁস হওয়া অডিওতে চিরঞ্জীবকে বলতে শোনা গেছে, তোমার বিষয়টা নিয়ে আমি স্যারের সঙ্গে কথা বলেছি। তোমার সঙ্গে যে-রকম কথা হবে সেরকমই হবে, কালকে সকালের মধ্যে একজনের জন্য হলে ৭০ হাজার, দুজনের জন্য হলে ১ লাখ দিতে হবে। তোমার ভাইকে দিয়ে পাঠিয়ে দিও।

ন্যায়বিচারের আশ্বাস দিয়ে চিরঞ্জীব আরও বলেন, আমি চাই তোমরা ন্যায়বিচার পাও এবং তুমি আমারটা দেখবা আর আমি সেভাবেই লিখব। বাদীর আইনজীবী শিপ্ত বড়ুয়া বলেন, মামলার প্রতিবেদনে প্রকৃত আসামিদের অপরাধ দেখাতে আমার মক্কেলের পরিবারের কাছে ঘুষ চান এসআই চিরঞ্জীব। এমন ন্যক্কারজনক কাণ্ডের জন্য তার শাস্তি হওয়া উচিত।

এসব অভিযোগের ব্যাপারে জানতে অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) চিরঞ্জীব বড়ুয়াকে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি। এ ঘটনায় রামু থানার ওসি মুহাম্মদ তৈয়বুর রহমান বলেন, এ মামলার বিষয়ে আমি কিছু জানতাম না। সে নির্লজ্জ, ঘটনাটি শোনার পরপরই তাকে থানা থেকে অব্যাহতি দিয়েছি।

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও মুখপাত্র মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী বলেন, ঘুষ দাবির বিষয়টি জেলা পুলিশের নজরে এসেছে। সেই এসআইকে রামু থেকে কক্সবাজার জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৭ মার্চ মাস রামুতে সেপটিক ট্যাংকের ছাদ থেকে ধাক্কা দিয়ে চাচাকে নিচে ফেলে দেওয়ার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছিল। ওই ঘটনায় আহত যুবকের স্ত্রী বাদী হয়ে রামু থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক টি ভি/রাজ/০৫ আগস্ট ২০২৫/ বিকালঃ ০৩.২০

▎সর্বশেষ

ad