ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

শার্শার নাভারন বাজারে এক রাতে দুই দোকানে চুরি পাহারাদার আটক

Ayesha Siddika | আপডেট: ৩১ জুলাই ২০২৫ - ০৬:৩২:০৬ পিএম

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে এক রাতে দুই দোকানে চুরি সংগঠিত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতের কোন এক সময়ে এই চুরির ঘটনাঘটে। সূত্রে জানাগেছে, বাজারে পাহারাদার থাকা সত্বেও বৃহস্পতিবার গভীর রাতের কোন এক সময়ে চোরচক্র মুদ ব্যবসায়ী ইসমাইল হোসেনের সাত্তার স্টোরের সাটার কেটে নগদে ২২২ হাজার ও বারেক হোসেনের বারেক স্টোরের সাটার কেটে নগদে ৪৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় থানায় থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে জিজ্ঞাসাবাদের জন্য বাজারের পাহারাদার জাহাঙ্গীর হোসেন (৩৫)কে আটক করেছে। আটক জাহাঙ্গীর কাজীরবেড় গ্রামের হাবিল হোসেনের ছেলে। নাভারন বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, গত কয়েকমাস ধরে নাভারন বাজারের চুরি প্রবনতা বৃদ্ধি পেয়েছে। যে কারনে তার তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সারা দিনের বিক্রিত টাকা দোকানের পন্য নিয়ে চিন্তিত রয়েছে।

এ ছাড়া গত কয়েক দিনে নাভারন সাতক্ষীরা মোড় এলাকায় দিনে ও রাতে কয়েকটি বাড়িতে চুরি হয়েছে। চোরেরা বুরুজবাগান হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব শাহাবউদ্দিন, আকিজ কলেজিয়েট স্কুলের সাবেক অধ্যক্ষ শামীম কাদের, ব্যবসায়ী ফরহাদের বাড়ি সহ অনেকের বাড়ি থেকে প্রায় ২০ ভরি গহনা, মোবাইলসহ বিভিন্ন আসবাবপত্র চুরি করেছে। এসব এলাকায় সাধারন মানুষ চোর আতংকে রাতের ঘুম হারাম করে দিয়েছে।

গত কয়েকদিন আগে নাভারন ফরেষ্ট পাড়ায় মারুফ নামে এক ব্যাক্তির বাড়িতে চুরি করতে গিয়ে চুরি করতে গিয়ে আব্দুল কাদের নামে এক চোর আটক হয়। সে শার্শা থানা পুলিশকে জানান, নাভারন রেল স্টেশন পাড়ার মাসুম ও আপনসহ আরও কয়েকজন একটি চোর চক্র তৈরী করে তাদের দিয়ে চুরি করছে। আর এর মুল নেতৃত্বে রয়েছে পলাতক শার্শা উপজেলা বাস্তহারালীগের সভাপতি আবুল হোসেন মেম্বর।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, নাভারন বাজারে চুরির ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। তদন্ত করে চোর সনাক্তের কাজ চলচে। তিনি বলেন নাভারন বাজার ও রেলবাজার, স্টেশন এলাকার যারা চুরির সাথে জড়িত অতি সত্বর তাদেরকে আটক করে আইনের আওতায় নেওয়া হবে।

 

 

আয়শা/৩১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:২৮

▎সর্বশেষ

ad