
ডেস্ক নিউজ : রোববার (২০ জুলাই) বিকেলে বাংলামোটর বিএম স্কুলের সামনে প্রথমে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হয় তারা। পরে সেখান থেকে মিছিল নিয়ে নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় নেতা-কর্মীরা বলেন, একটি দল তাদের গুপ্ত রাজনীতি অব্যাহত রেখেছে এবং বিভিন্ন সময়ে তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এতে বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্যের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
পাশাপাশি ভবিষ্যতে দলের এই শীর্ষ নেতার সম্পর্কে কেউ কোনো আপত্তিকর মন্তব্য করলে দাঁত ভাঙা জবাব দেয়ার হুশিয়ারি দেন তারা।
আয়শা//২০ জুলাই ২০২৫,/রাত ১১:১২