
স্পোর্টস ডেস্ক : আগামীকাল শুক্রবার (১১ জুলাই) থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণ। প্রথম দিনে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। ম্যাচ শুরু বিকেল ৩টায়।
বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফঈদা খন্দকার দুজনই শিরোপা ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। আসরে অংশ নেয়া নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা তিন দলের কোচই বাংলাদেশকে সমীহ করেছেন।
লঙ্কান কোচ শ্রীনাথা কুমারার মতে, এই টুর্নামেন্টের ফেভারিট ও শিরোপার দাবিদার লাল-সবুজের প্রতিনিধিরা। এক সময় দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে ভারত ও নেপাল শ্রেষ্ঠত্বের জন্য লড়ত। এই টুর্নামেন্টে ভারত না থাকায় বাংলাদেশ-নেপাল লড়াই হবে।
এবার টুর্নামেন্টটি হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। নতুন ফরম্যাট অনুযায়ী, টুর্নামেন্টে নেই কোনো ফাইনাল। সব দলই সবার সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। ছয় ম্যাচ শেষে যারা পয়েন্টের শীর্ষে থাকবে, তারাই হবে চ্যাম্পিয়ন।
কিউটিভি/আয়শা//১০ জুলাই ২০২৫,/বিকাল ৩:০০