
ডেস্ক নিউজ : মাওলানা শরিফ হাসান শাহীন
وَتَرَى الْأَرْضَ هَامِدَةً فَإِذَا أَنزَلْنَا عَلَيْهَا الْمَاءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَأَنبَتَتْ مِن كُلِّ زَوْجٍ بَهِيجٍ আর তুমি ভূমিকে শুষ্ক অবস্থায় দেখো। অতঃপর আমি যখন তার ওপর পানি বর্ষণ করি, তা সজীব ও স্ফীত হয়ে ওঠে এবং উৎপন্ন করে সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ। (সুরা হজ:৫) এই আয়াতে আল্লাহ প্রকৃতির একটি দৃশ্যের মাধ্যমে ঈমান ও আত্মিক জাগরণের একটি সূক্ষ্ম ইঙ্গিত দিয়েছেন। ঠিক যেমন এক সময় শুকিয়ে যাওয়া জমিন জীবন্ত হয়ে ওঠে, তেমনি আত্মিকভাবে মৃত অন্তরও আল্লাহর বাণীতে জীবিত হয়ে ওঠে।
আত্মিক মৃত্যু ও বাস্তবতা
اللَّهُ نَزَّلَ أَحْسَنَ الْحَدِيثِ كِتَابًا مُّتَشَابِهًا… تَقْشَعِرُّ مِنْهُ جُلُودُ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ، ثُمَّ تَلِينُ جُلُودُهُمْ وَقُلُوبُهُمْ إِلَىٰ ذِكْرِ اللَّهِ আল্লাহ সর্বশ্রেষ্ঠ বাণী অবতীর্ণ করেছেন, যাঁরা তাদের রবকে ভয় করে, তাদের দেহ শিহরিত হয়, তারপর তাদের চামড়া ও হৃদয় আল্লাহর স্মরণে কোমল হয়ে যায়। (সুরা জুমার: ২৩) এটি এক রকম আত্মিক বর্ষা। কুরআনের আয়াত শুনে যে অন্তর নরম হয়ে যায়, এর দ্বারা বোঝায় বৃষ্টিতে মৃত ভূমি জীবন্ত হওয়ার মতো অন্তরের জীবন্ত হয়ে যাওয়া।
أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً… أَلَا وَهِيَ الْقَلْبُ জেনে রাখো! মানুষের দেহে একটি অঙ্গ আছে, তা যদি ভালো থাকে, পুরো শরীর ভালো থাকে, আর তা যদি নষ্ট হয়, পুরো শরীরও নষ্ট হয়। জেনে রাখো! সেটি হলো হৃদয়। (সহিহ বুখারি:৫২, সহিহ মুসলিম:১৫৯৯) যদি হৃদয় জীবন্ত না থাকে তাহলে সে মানুষ শুধু শারীরিকভাবে জীবিত, আত্মিকভাবে মৃত।
ঈমানের বৃষ্টি কীভাবে হৃদয়ে আসে?
যে হৃদয় গুনাহ, অবহেলা ও দুনিয়ার মোহে জমাট বেঁধে গেছে তাও জীবিত হতে পারে। প্রয়োজন শুধু ঈমানের বৃষ্টির যা আসে কুরআন, দুআ, আল্লাহর ভয় ও ভালোবাসা থেকে। বর্ষা যেমন মৃত জমিনে প্রাণ আনে, তেমনি এক ফোঁটা হিদায়াতের আলোও হৃদয়ের জমিনে এনে দিতে পারে নতুন জীবন, নতুন জাগরণ।
আয়শা//১১ জুলাই ২০২৫,/দুপুর ১:২২