
ডেস্ক নিউজ : বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১১ জুলাই) স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৩ হাজার ৩৩২ দশমিক ৭৩ ডলারে উঠে আসে। একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৪৩ দশমিক ৭০ ডলারে। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাসহ বিভিন্ন বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর জেরে শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। তবে ডলারের দাম চড়া থাকায় সেই উত্থান বেশি দূর যেতে পারেনি।
এর আগে বৃহস্পতিবার ট্রাম্প ঘোষণা দেন, কানাডা থেকে আমদানির ওপর ৩৫ শতাংশ শুল্ক বসানো হবে। পাশাপাশি, অন্যান্য বাণিজ্য অংশীদারের পণ্যের ওপরও ১৫-২০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে। বুধবারও তিনি যুক্তরাষ্ট্রের তামা আমদানির ওপর ৫০ শতাংশ এবং ব্রাজিল থেকে আসা পণ্যের ওপর একই হারে শুল্ক আরোপের ঘোষণা দেন। এছাড়া জাপান ও দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশের প্রতিও নতুন শুল্কের নোটিশ পাঠানো হয়েছে। এসব শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর হবে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘ট্রাম্পের শুল্ক যুদ্ধ আবারও তীব্র হলেও, স্বর্ণের দাম অতটা বাড়েনি। বিনিয়োগকারীরা এখন শুল্ক আরোপের খবরে অভ্যস্ত হয়ে গেছেন।’তিনি আরও বলেন, ডলারের দাম যেভাবে বেড়েছে, তাতে স্বর্ণের উত্থান সীমিত হয়ে গেছে। শুক্রবার ডলার সূচক ফেব্রুয়ারির পর থেকে সর্বোচ্চ সাপ্তাহিক পারফরম্যান্সের দিকে এগিয়েছে, ফলে আন্তর্জাতিক ক্রেতাদের জন্য স্বর্ণের দাম তুলনামূলক বেশি হয়ে গেছে। এদিকে, যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক বেকার ভাতার আবেদন সাত সপ্তাহের মধ্যে সবচেয়ে কমে এসেছে। অর্থাৎ শ্রমবাজার এখনও বেশ শক্ত অবস্থানে আছে, তাই ফেডারেল রিজার্ভের কাছে সুদের হার কমানোর তাড়া নেই।
অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়। তবে সুদের হার কমলে এর দাম আরও বেশি বাড়ে।
শুক্রবার স্পট সিলভারের দামও শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩৭ দশমিক ১৯ ডলারে পৌঁছেছে। প্লাটিনামের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৩৫৭ দশমিক ১৮ ডলারে নেমেছে, আর প্যালাডিয়ামের দাম সামান্য শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ১৪২ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।
কুইকটিভি/আয়শা//১১ জুলাই ২০২৫,/দুপুর ১:০১